সানরাইজার্স হায়দরাবাদের কোচ হচ্ছেন বেলিস

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেলিস আইপিএলের আগামী আসরে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নিবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 07:47 PM
Updated : 18 July 2019, 07:47 PM

আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে ইংল্যান্ডের দায়িত্ব শেষ হবে অস্ট্রেলিয়ান কোচ বেলিসের। এই বছরের আসরে হায়দরাবাদকে আইপিএলের প্লে-অফে নিয়ে যাওয়া স্বদেশের কোচ টম মুডির স্থলাভিষিক্ত হবেন তিনি।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন বেলিস। জিতিয়েছিলেন ২০১২ ও ২০১৪ আসরের শিরোপা। তার অধীনে ২০১০-১১ মৌসুমে বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল সিডনি সিক্সার্স।

২০১৫ সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন বেলিস। তার অধীনে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। তার কোচিংয়ে ২০১১ বিশ্বকাপে ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা। গত রোববার লর্ডসে ওয়েন মর্গ্যানের দলের হাত ধরে এবার পেলেন বিশ্বজয়ের স্বাদ।

মুডির অধীনে ২০১৬ আসরে আইপিএল শিরোপা জেতে হায়দরাবাদ। পরের বছর হয় রানার্সআপ। চলতি বছরের আসরে হয় চতুর্থ। ক্যারিয়ারে দারুণ সফল বেলিসের অধীনে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি।

“ট্রেভর পরীক্ষিত একজন বিজয়ী। আমরা মনে করি, তার সফল ট্র্যাক রেকর্ড সানরাইজার্সকে এগিয়ে নিতে আদর্শ হবে।”

আগামী মার্চে বসবে আইপিএলের পরবর্তী আসর।