বেঙ্গালুরুতে চাপে মুমিনুলের দল

নুরুল হাসান সোহানের লড়াইয়ের পরও প্রথম ইনিংসে লিড নিতে পারল না বিসিবি একাদশ। তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পরও তিনশ ছাড়ানো লক্ষ্য দিচ্ছে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি। বেঙ্গালুরুতে চাপে রয়েছে মুমিনুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 12:27 PM
Updated : 18 July 2019, 12:55 PM

তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকেট অ্যাকাডেমির সংগ্রহ ৮ উইকেটে ২৭৪ রান। প্রথম ইনিংসে ২৫ রানের লিড পাওয়া দলটি এগিয়ে গেছে ২৯৯ রানে।

তাসকিনের ছোবলে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ক্রিকেট অ্যাকাডেমি। সেঞ্চুরিতে দলকে টানেন নৌশাদ শেখ। ১২ চারে ১০৮ রান করা অধিনায়ককে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম।

নৌশাদের বিদায়ের পর দলকে তিনশ রানের পথে রেখেছেন ইকবাল। ৫ চার ও এক ছক্কায় ৪২ বলে করেছেন ৪২ রান।

৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার তাসকিন।

এর আগে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫ উইকেটে ২৬১ রান নিয়ে দিন শুরু করা বিসিবি একাদশ গুটিয়ে যায় ৩০৬ রানে। 

কোনো রান যোগ না করেই ফিরে যান সাইফ হাসান। ৬৭ রান নিয়ে দিন শুরু করা সোহান ফিরেন ৮৭ রান করে। ভালো করতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ৩২ রানে শেষ ৫ উইকেট হারায় বিসিবি একাদশ।  

সংক্ষিপ্ত স্কোর:

ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি ১ম ইনিংস: ৩৩১

বিসিবি একাদশ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৬১/৫) ৮৮ ওভারে ৩০৬ (সোহান ৮৭, সাইফ ২৭, নাঈম ১০, তাইজুল ২*, শহিদুল ০, তাসকিন ১; আকিব ১৪-৫-৪২-২, মুকেশ ১৬-১-৬৫-৩, আমান ১-০-৮-০, শুভম ১০-৪-১৫-০, ইকবাল ১৯-১-৭৭-১, সাইরাজ ১৬-৬-৪৮-২, নৌশাদ ১২-৩-৩৭-২)

ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি ২য় ইনিংস: ৬৮ ওভারে ২৭৪/৮ (হার্দিক ১, মনন ১২, সারদেশাই ৮, শুভম ১০, নৌশাদ ১০৮, সরফরাজ ৩৬, আমান ১২, সাইরাজ ২৯, ইকবাল ৪২*, মুকেশ ৪*; তাসকিন ১৮-২-৬৯-৪, শহিদুল ১৬-৪-৪৫-১, তাইজুল ১৯-১-৭৫-১, আরিফুল ১-০-৮-০, নাঈম ১১-০-৫৬-১, মুমিনুল ৩-০-৯-১)