এনামুলকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেলেন এনামুল হক। এক বছর পর ফিরলেন জাতীয় দলে। তবে শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পেতে ভালো খেলে যাওয়াই যথেষ্ট ছিল না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, অনেক কিছুর যোগফলে ১৪ সদস্যের দলে এসেছেন এনামুল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 12:19 PM
Updated : 16 July 2019, 12:19 PM

২০১৫ বিশ্বকাপে খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তিন বছর পর দলে ফিরে ব্যাটিং ব্যর্থতায় ধরে রাখতে পারেননি জায়গা।

গত বছর সাতটি ওয়ানডে খেলে করেন কেবল ৮৮ রান। প্রায় কোনো ম্যাচেই ছিলেন না খুব একটা সাবলীল। ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ছিলেন পুরোপুরি ব্যর্থ। কিভাবে ইনিংস গড়বেন তা নিয়ে ছিলেন দ্বিধায়। প্রথম ম্যাচে ফিরেছিলেন শূন্য রানে। পরের ম্যাচে শুরু থেকে তাণ্ডব চালিয়ে ৯ বলে করেন ২৩। তৃতীয় ম্যাচে উল্টো মেজাজের ব্যাটিংয়ে ৩১ বলে করেন ১০।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরে নিজেকে ফিরে পান এনামুল। এক পর্যায়ে টানা তিন ম্যাচে হাঁকান সেঞ্চুরি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে খেলেন অপরাজিত ১২১ রানের ইনিংস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার মিনহাজুল জানান, ছুটি চাওয়া লিটন দাসের জায়গায় দলে এসেছেন এনামুল। তবে ভূমিকা রেখেছে আরও কিছু ব্যাপার।

“এনামুল ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। বড় দৈর্ঘ্য, লিস্ট ‘এ’ সব জায়গায় ভালো করছে। এখন ‘এ’ দলে খেলছে। হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের কাছ থেকে ওর ব্যাপারে আমরা ইতিবাচক কিছু জিনিস পেয়েছি। যার কারণে ওকে নেওয়া হয়েছে।”

“আমাদের দুই ওপেনারই বাঁহাতি তাই আমরা ডানহাতি একজন ব্যাটসম্যান নিয়েছি। আমরা মিডল অর্ডারে কোনো পরিবর্তন আনিনি। আমাদের টপ অর্ডারে একজন ব্যাটসম্যান প্রয়োজন। তাই এনামুলকে দলে নিয়েছি।”