আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2019 06:09 PM BdST Updated: 15 Jul 2019 08:38 PM BdST
প্রথম তিন দিন মিলিয়ে কেবল ৪১ ওভার খেলা হওয়ায় দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে ফল হওয়ার বাস্তবিক কোনো সম্ভাবনা ছিল না। তবে বৃষ্টির ফাঁকে যতটুকু খেলা সম্ভব হয়েছে তাতে ভালো করে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল বাংলাদেশ ‘এ’ দলের সামনে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তা পারেনি ইমরুল কায়েসের দল।
ড্র হয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচ। প্রথম ম্যাচে জেতা আফগানিস্তান জিতে নিয়েছে সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ২০০ রানে।
রকিবুল হাসান ও ফজলে মাহমুদের সাবধানী ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ৪৪ রানের জুটি ভাঙার পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা।
৮ চারে ৬১ রান করে ফিরেন রকিবুল। শেষ আট ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি ২০ পর্যন্ত। ইয়ামিন আহমাদজাই, শরাফউদ্দিন আশরাফ ও কায়েস আহমেদের দারুণ বোলিংয়ে ৫৬ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ।
আফগানদের স্রেফ দুটি উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। নবম ওভারে উসমান গনিকে বিদায় করেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর ৪৪তম ওভারে রান আউট হয়ে ফিরেন ইব্রাহিম জাদরান।
ওই ওভার শেষেই ড্র মেনে নেন দুই অধিনায়ক। সেসময় আফগানদের স্কোর ছিল ২ উইকেটে ১৬৩ রান। চারটি চার ও তিনটি ছক্কায় ৯৬ রান করেন ইব্রাহিম। ৮ চারে ৫২ রানে অপরাজিত ছিলেন বাহির শাহ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১১২/২) ৭৭.৩ ওভারে ২০০ (রকিবুল ৬৫, মাহমুদ ১৫, এনামুল ১৬, আফিফ ১৫, জাকের ১১, তানবীর ০, তানভীর ২, আবু জায়েদ ৭, শাকিল ০; নাভিন ১৪-৩-৩৫-১, ইয়ামিন ১৫-১-৪২-৩, আশরাফ ২৪-৫-৪৯-৩, কায়েস ২২.৩-৫-৫৭-৩, শহিদউল্লাহ ২-০-১২-০)
আফগানিস্তান ‘এ’ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৬৩/২ (উসমান ৯, ইব্রাহিম ৯৬, বাহির ৫২*, শহিদউল্লাহ ২; আবু জায়েদ ১১-২-৪৪-০, শাকিল ৪-০-১৭-০, তানভীর ১৭-৩-৫২-১, তানবীর ৭-২-২৮-০, আফিফ ৩-০-১২-০, মাহমুদ ১-০-৭-০)
ফল: ড্র
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে আফগানিস্তান ‘এ’ দল জয়ী
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে