আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2019 06:09 PM BdST Updated: 15 Jul 2019 08:38 PM BdST
প্রথম তিন দিন মিলিয়ে কেবল ৪১ ওভার খেলা হওয়ায় দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে ফল হওয়ার বাস্তবিক কোনো সম্ভাবনা ছিল না। তবে বৃষ্টির ফাঁকে যতটুকু খেলা সম্ভব হয়েছে তাতে ভালো করে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল বাংলাদেশ ‘এ’ দলের সামনে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তা পারেনি ইমরুল কায়েসের দল।
ড্র হয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচ। প্রথম ম্যাচে জেতা আফগানিস্তান জিতে নিয়েছে সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ২০০ রানে।
রকিবুল হাসান ও ফজলে মাহমুদের সাবধানী ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ৪৪ রানের জুটি ভাঙার পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা।
৮ চারে ৬১ রান করে ফিরেন রকিবুল। শেষ আট ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি ২০ পর্যন্ত। ইয়ামিন আহমাদজাই, শরাফউদ্দিন আশরাফ ও কায়েস আহমেদের দারুণ বোলিংয়ে ৫৬ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ।
আফগানদের স্রেফ দুটি উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। নবম ওভারে উসমান গনিকে বিদায় করেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর ৪৪তম ওভারে রান আউট হয়ে ফিরেন ইব্রাহিম জাদরান।
ওই ওভার শেষেই ড্র মেনে নেন দুই অধিনায়ক। সেসময় আফগানদের স্কোর ছিল ২ উইকেটে ১৬৩ রান। চারটি চার ও তিনটি ছক্কায় ৯৬ রান করেন ইব্রাহিম। ৮ চারে ৫২ রানে অপরাজিত ছিলেন বাহির শাহ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১১২/২) ৭৭.৩ ওভারে ২০০ (রকিবুল ৬৫, মাহমুদ ১৫, এনামুল ১৬, আফিফ ১৫, জাকের ১১, তানবীর ০, তানভীর ২, আবু জায়েদ ৭, শাকিল ০; নাভিন ১৪-৩-৩৫-১, ইয়ামিন ১৫-১-৪২-৩, আশরাফ ২৪-৫-৪৯-৩, কায়েস ২২.৩-৫-৫৭-৩, শহিদউল্লাহ ২-০-১২-০)
আফগানিস্তান ‘এ’ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৬৩/২ (উসমান ৯, ইব্রাহিম ৯৬, বাহির ৫২*, শহিদউল্লাহ ২; আবু জায়েদ ১১-২-৪৪-০, শাকিল ৪-০-১৭-০, তানভীর ১৭-৩-৫২-১, তানবীর ৭-২-২৮-০, আফিফ ৩-০-১২-০, মাহমুদ ১-০-৭-০)
ফল: ড্র
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে আফগানিস্তান ‘এ’ দল জয়ী
-
৪ ঝড়ো ফিফটিতে জিম্বাবুয়ে দলে মারুমানি
-
ফিল্ডিং অনুশীলন খুব বেশি করেন না পান্ডিয়া!
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার