আকবরের নেতৃত্বে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের যুবারা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2019 10:38 PM BdST Updated: 13 Jul 2019 11:50 PM BdST
উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলীর নেতৃত্বে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগামী ২১ জুলাই ভারত ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। পর দিন স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১৮ জুলাই ইয়ং লায়ন্স আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে আকবরের দল।
টুর্নামেন্টে তিন দল পরস্পরের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল ১১ অগাস্ট এসেক্সের হোভে খেলবে ফাইনাল।
আকবরের ডেপুটি করা হয়েছে তৌহিদ হৃদয়কে। বিপিএলের জন্য বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে না খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফিরেছেন দলে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলি (অধিনায়ক), তানজিদ হাসান, প্রান্তিক নওরোজ, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মাহমুদুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, তানজিম হাসান, শাহিন আলম।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ:
তারিখ | বাংলাদেশ সময় | প্রতিপক্ষ | ভেন্যু |
২২ জুলাই, সোমবার | বেলা চারটা | ইংল্যান্ড | উস্টার |
২৪ জুলাই, বুধবার | বেলা চারটা | ভারত | উস্টার |
২৭ জুলাই, শনিবার | বেলা চারটা | ভারত | গ্লুস্টারশায়ার |
২৮ জুলাই, রোববার | বেলা চারটা | ইংল্যান্ড | গ্লুস্টারশায়ার |
৩০ জুলাই, মঙ্গলবার | বেলা চারটা | ভারত | এসেক্স |
০১ অগাস্ট, বৃহস্পতিবার | বেলা চারটা | ইংল্যান্ড | এসেক্স |
০৫ অগাস্ট, সোমবার | বেলা চারটা | ইংল্যান্ড | লন্ডন |
০৭ অগাস্ট, বুধবার | বেলা চারটা | ভারত | লন্ডন |
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬