মুমিনুলদের প্রথম ম্যাচ ড্র

দারুণ বোলিং করে তাইজুল ইসলাম চালকের আসনে বসিয়েছিলেন বিসিবি একাদশকে। প্রথম ইনিংসে বড় লিড পাওয়া দলটি জিততে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে মুমিনুল হকের দলের ম্যাচ ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 03:21 PM
Updated : 13 July 2019, 03:21 PM

জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য পাওয়া বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৪ ওভার ব্যাটিং করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় দলটির স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান।

গোল্ডেন ওভালে শনিবার ১ উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করা বিসিবি একাদশ দ্রুত হারায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুলকে।

থিতু হয়ে ফিরেন ইয়াসির আলী চৌধুরী। মন্থর ব্যাটিংয়ে ৪৭ রান করেন ওপেনার সাইফ হাসান। খুব একটা রান পায়নি মিডল ও লোয়ার অর্ডার। বিসিবি একাদশ অলআউট হয় ১৭৫ রানে।

৮৯ রানে ৮ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বিসিবি একাদশকে ১৪৭ রানের লিড এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল।

তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ার চেষ্টায় যায়নি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশেন। ইনিংসের দ্বিতীয় ওভারে অক্ষয় কোলহারকে বোল্ড করে দেন আরিফুল হক। পরের ১২ ওভারে আর কোনো উইকেট পায়নি বিসিবি একাদশ।

চার দিনের ম্যাচের টুর্নামেন্টে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দুই নম্বরে রয়েছে বিসিবি একাদশ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কেএসসিএ সেক্রেটারি একাদশ। তাদের কাছে হেরে যাওয়া ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে আগামী মঙ্গলবার শুরু হবে মুমিনুলদের দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৫০০/৭ ইনিংস ঘোষণা

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ম ইনিংস: ৩৫৩

বিসিবি একাদশ ২য় ইনিংস: (আগের দিন শেষে ৪২/১) ৬২ ওভারে ১৭৫ (সাইফ ৪৭, মুমিনুল ৩, শান্ত ১৩ ইয়াসির ২০, সোহান ২৬, আরিফুল ৮, নাঈম ৩, তাইজুল ৮, তাসকিন ১১*, ইবাদত ০; আদিত্য ১৭-৬-৩৬-৩, রাজনীশ ১৪-৪-৩৬-০, সৌরভ ১২-৬-১৯-২, দর্শন ৯-৩-৩২-১, দেশপান্ডে ১০-০-৪৭-৪)

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ২য় ইনিংস: ১৪ ওভারে ৩৮/১ (সঞ্জয় ২৮*, অক্ষয় ৬, তাইড়ে ৪*; তাসকিন ৪-২-১৭-০, আরিফুল ৬-৩-১২-১, তাইজুল ৩-২-৭-০, ইবাদত ১-০-২-০)

ফল: ড্র