মুমিনুলের সেঞ্চুরি, জহুরুলের ৪ রানের আক্ষেপ

বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচের টুর্নামেন্টে বিসিবি একাদশের শুরুটা হয়েছে দুর্দান্ত। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দেড়শ ছাড়ানো রান করে অপরাজিত অধিনায়ক মুমিনুল হক। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 01:27 PM
Updated : 10 July 2019, 01:27 PM

প্রথম চার দিনের ম্যাচে শুরুর দিনের খেলা শেষে বিসিবি একাদশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। মুমিনুল ১৫৭ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রানে ব্যাট করছেন।

গোল্ডেন ওভালে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার জহুরুল ও সাইফ হাসান। থিতু হয়ে সাইফ ফিরে গেলে ভাঙে ৪৬ রানের জুটি।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলেন মুমিনুল। থিতু হওয়ার পর শট খেলতে শুরু করেন জহুরুল। ১২ চারে ২০২ বলে ৯৬ রান করে জহুরুল রান আউট হলে ভাঙে ১৭৭ রানের জুটি।

এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে দলকে তিনশ রানে নিয়ে যান বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। টেস্ট দলের নিয়মিত এই সদস্যের ২১৭ বলে খেলা ১৫৭ রানের ইনিংসটি গড়া ২০টি চার ও একটি ছক্কায়। শান্ত ৭৩ বলে দু্ই চারে খেলছেন ২৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৩/২ (জহুরুল ৯৬, সাইফ ১৯, মুমিনুল ১৫৭*, শান্ত ২৪*; রাজনীশ ১৭-৫-৫৩-০, সৌরভ ১৪-৩-৪৪-০, দর্শন ১৪-২-৫৩-১, আদিত্য ২৩-৩-৫৮-০, দেশপান্ডে ১৮-১-৬৭-০, অক্ষয় ৪-০-২৪-০)