
ভারতের বিপক্ষে জিততে ভালো শুরু চান ভেটোরি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2019 05:51 PM BdST Updated: 08 Jul 2019 05:51 PM BdST
বিশ্বকাপের সেমি-ফাইনালে শক্তিশালী ভারতকে হারানোর সামর্থ্য নিউ জিল্যান্ডের আছে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরি। তবে বিরাট কোহলির দলকে হারাতে ব্যাটে-বলে শুরুটা খুব ভালো করতে হবে বলে মনে করেন তিনি।
প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা নিউ জিল্যান্ডের প্রাথমিক পর্বের শেষটা ভালো হয়নি। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে সেমি-ফাইনালে পৌঁছে কেন উইলিয়ামসনের দল। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা।
শেষ চারে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন ভেটোরি।
“শুরুতে প্রথম দশ ওভারে দারুণ করলে টানা তিন ম্যাচে হারের স্মৃতি খুব দ্রুতই মুছে যেতে পারে।”
ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দিতে মার্টিন গাপটিলের ওপর ভরসা রাখছেন ভেটোরি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আট ইনিংসে মাত্র ১৬৬ রান করা গাপটিল ব্যাটিং পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
“অতীতে সে এটা বহুবার করেছে। আর তাকে আমি যতটা চিনি, আমি নিশ্চিত যে আবারও সে ঘুরে দাঁড়াবে এবং খুব দ্রুত পরিস্থিতিটা অন্য রকমের হবে।”
“ভুলে যাবেন না, শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত একটা হাফ-সেঞ্চুরি দিয়ে খুব ভালোভাবেই সে টুর্নামেন্টটা শুরু করেছিল।”
বল হাতে শুরুতে ভারতের শক্তিশালী টপ অর্ডারকে ফেরানোর গুরুত্বও মানছেন ভেটোরি। বল হাতে তার বাজি বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
“তাদের শুরু থেকেই আক্রমণাত্মক হতে হবে এবং উইকেট নেওয়ার জন্য বল করতে হবে। যদি আপনি শুরুতে উইকেট তুলে নিতে পারেন এবং ভারতের মিডল অর্ডারের নাগাল পেতে পারেন, তাহলে আপনার একটা সুযোগ আছে।”
“ট্রেন্ট বোল্ট গুরুত্বপূর্ণ হবে। এই ভারতীয় ব্যাটসম্যানদের সে খুব ভালো করে জানে। তাদের আক্রমণাত্মক থাকতে হবে, উইকেট পাওয়ার জন্য বল করতে হবে এবং ট্রেন্টকে শুরুতে, মাঝে ও ডেথে তার জাদু দেখানোর সুযোগ করে দিতে হবে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন লাকমল
- রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি রানের চূড়ায় কোহলি
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
সর্বাধিক পঠিত
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাহজাহান খান
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- কনসার্ট দিয়ে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- বিয়ের পিঁড়ি থেকে পালানো ইতি এখন সোনাজয়ী
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে