আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলে রকিবুল-ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019 06:11 PM BdST Updated: 04 Jul 2019 06:11 PM BdST
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন রকিবুল হাসান ও ইমরুল কায়েস। অভিজ্ঞদের সঙ্গে আছেন নাঈম শেখ, সুমন খান, তানভীর ইসলামের মতো তরুণরাও।
ঘরোয়া ক্রিকেটে বরাবরই সফল রকিবুল। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরটাও কেটেছে দারুণ। নিজের সামর্থ্য দেখানোর আরেকটি সুযোগ পেলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। নিজেদের দাবি জানিয়ে রাখার সুযোগ জাতীয় দলে জায়গা হারানো ইমরুল ও এনামুল হকের সামনেও।
ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ প্রথমবারের মতো ডাক পেয়েছেন ‘এ’ দলে। তরুণ পেসার সুমন, ইফরান হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীরও দ্বিতীয় সেরা দলে ডাক পেলেন এই প্রথম।
কামরুল ইসলাম রাব্বি, সানজামুল ইসলাম, জাকির হাসান, আফিফ হোসেন, তানবীর হায়দার চৌধুরীর আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। টানা ভালো খেলে যাওয়া জাকের আলী, সালাউদ্দিন শাকিলদের সামনে সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণের।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগামী শুক্রবার শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ১২ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এই মাঠেই ১৯, ২১ ও ২৪ জুলাই হবে প্রথম তিন ওয়ানডে। সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই হবে শেষ ওয়ানডে।
বাংলাদেশ এ দল: ইমরুল কায়েস, এনামুল হক, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হাসান, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, জাকের আলী, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান, তানভীর ইসলাম।
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
-
৫ উইকেটের ভালো লাগা নিয়ে দলের ভালোর অপেক্ষায় খালেদ
-
জরুরি বার্তায় ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি