৬ রানে অলআউট!

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড বই ওলট-পালট করে দিল রুয়ান্ডা। মালিকে উড়িয়ে দেওয়া ম্যাচে গড়ল অসংখ্য রেকর্ড, যার শুরু প্রতিপক্ষকে স্রেফ ৬ রানে অলআউট করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 08:30 PM
Updated : 19 June 2019, 03:06 AM

রুয়ান্ডায় চার দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৬ রানে অলআউট হয়ে যায় মালি। এই সংস্করণে আগের সর্বনিম্ন ছিল গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চীনের ১৪।

মালির চেয়ে কম ওভারে অলআউট হয়নি কোনো দল। বিব্রতকর রেকর্ডটি আগে ছিল মেক্সিকোর দখলে। গত বছর ব্রাজিলের বিপক্ষে ৯ ওভার ৫ বলে অলআউট হয়েছিল তারা।

মালির ওপেনার মরিয়ম সামাকে করেন ১ রান। আর কেউ রানের খাতা খুলতে পারেননি। বাকি ৫ রান আসে অতিরিক্ত থেকে।

কোনো রান না দিয়ে ৩ উইকেট নেন জোজিয়ান। তার বাউন্ডারিতেই চার বলে জয় তুলে নেয় রুয়ান্ডা। ১০ উইকেটের জয় আসে ১১৬ বল বাকি থাকতে।

এই প্রথম কোনো দল প্রথম ওভারে জয় তুলে নিল। এই সংস্করণে এর আগে সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড ছিল নামিবিয়ার। মোজাম্বিকের বিপক্ষে গত বছর তারা জিতেছিল ১০৭ বল বাকি থাকতে।