আপাতত পর্যবেক্ষণে থাকবেন সাকিব

ব্যাটিংয়ের সময় ব্যথা নিয়ে মাঠ ছাড়া সাকিব আল হাসানের চোট আপাতত গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে। তবে এক দিন পর্যবেক্ষণের পর অবস্থা আরও ভালো বোঝা যাবে, জানালেন বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন।

ক্রীড়া প্রতিবেদক ডাবলিন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 06:06 PM
Updated : 15 May 2019, 06:08 PM

আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ফিফটির পর শরীরের পেছন দিকের ব্যথায় মাঠ ছাড়েন সাকিব। মাঠ ছাড়ার খানিক আগেও ব্যথায় উইকেটের পাশে শুয়ে পড়েছিলেন। চিকিৎসা নিয়েছেন সেখানেই বেশ অনেকটা সময় ধরে।

তখন ব্যাটিং চালিয়ে গেলেও একটু পর দৌড়ে রান নেওয়ার সময় আবার টান লাগে পেছনে। দৌড়ের শেষ দিকে ব্যথায় পিঠে হাত দিয়ে চেপে ধরতে দেখা গেছে তাকে। মাঠ ছেড়েছেন তখনই।

বাংলাদেশের জিততে তাতে কোনো সমস্যা হয়নি। অপরাজিত থেকেই প্রাথমিক পর্ব শেষ করেছে বাংলাদেশ। তবে সাকিব মাঠ ছাড়ায় ছড়িয়েছে শঙ্কার স্রোত। প্রাথমিকভাবে শঙ্কা খুব বেশি না থাকলেও চূড়ান্তভাবে অবস্থা জানার জন্য থেকে যাচ্ছে উৎকণ্ঠা। অপেক্ষা আপাতত বৃহষ্পতিবার পর্যন্ত।