সেই মালাহাইডেই আবার ম্যাচ সেরা মুস্তাফিজ

‘সবশেষ ম্যান অব দা ম্যাচ কোথায় হয়েছিলেন মনে পড়ে?’, প্রশ্ন শুনে থমকে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান। মাত্রই আরেকটি ম্যাচ সেরার পুরস্কার জিতে এসেছেন। আগেরটা মনে করারে চেষ্টা করলেন। খানিকটা ভাবার পর মুখে ফুটে উঠল হাসি, “এই মাঠেই তো মনে হয়... আয়ারল্যান্ডের সঙ্গে!”

ক্রীড়া প্রতিবেদক ডাবলিন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 07:35 PM
Updated : 13 May 2019, 07:35 PM

এমনিতে নিজের ক্যারিয়ার, পরিসংখ্যান নিয়ে খুব একটা আগ্রহ নেই তার। ততটা মনে থাকে না। তবে এটি মনে করতে পারলেন একদম ঠিকঠাক। ডাবলিনের মালাহাইডে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার আগে শেষবার হয়েছিলেন এই মাঠেই। সেটি ছিল ২০১৭ সালের মে মাস। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টেই মালাহাইডে আইরিশেদর বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আরেকবার সেই স্বাদ পেতে আবার ফিরতে হলো আয়ারল্যান্ডেই। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ উইকেট ৪৩ রানে।

এমন নয় যে মাঝের সময়টায় সাফল্য পাননি। বরং সেই ম্যাচের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলোদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৪১ উইকেট নিয়েছেন ২৮ ম্যাচে। তবে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দারুণ ইনিংসে সেদিনের সেরা ছিলেন মুশফিকুর রহিম।

এবার সেই খরা কাটল। তাতে তিনি বেশ খুশি। পরেরটার জন্য আর এত সময় অপেক্ষা করতে চান না।

“ভালো লাগছে, অনেক দিন পর পেলাম (ম্যান অব দা ম্যাচ)। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর স্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন। পরেরটা (ম্যান অব দা ম্যাচ) এত দেরিতে না পেলেই হয়!”