বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে উজ্জ্বল আর্চার

লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হলো না। বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম ওয়ানডে। যতটুকু বোলিংয়ের সুযোগ মিলেছে তাতে নিজেকে মেলে ধরে বিশ্বকাপ দলে থাকার দাবি জোরালো করেছেন জফরা আর্চার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 07:24 PM
Updated : 8 May 2019, 07:24 PM

বৃষ্টির বাধায় কেনিংটন ওভালে খেলা দেরিতে শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। পাকিস্তান ইনিংসের সপ্তদশ ওভারে প্রথম ও ১৯তম ওভার শেষে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। দ্বিতীয়বার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।

লন্ডনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুরুতেই ফখর জামানকে ফিরিয়ে দেন আর্চার। আগুন ঝরানো এক স্পেলে গতিময় এই পেসার দেখান নিজের সামর্থ্য। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ১ উইকেট।

বেশিক্ষণ টিকেননি বাবর আজম। হারিস সোহেলকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন ইমাম-উল-হক। ৬৮ বলে পাঁচ চারে ৪২ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার।

আগামী শনিবার সাউথ্যম্পটনে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯ ওভারে ৮০/২ (ইমাম ৪২, ফখর ৩, বাবর ১৬, হারিস ১৪*; ওকস ০/১৯, আর্চার ১/৬, প্লানকেট ১/২৭, স্টোকস ০/১৩, রুট ০/১০, রশিদ ০/৩)

ফল: ম্যাচ পরিত্যক্ত