পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী আম্পায়ার

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়ে গেল ওমানের। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো নামিবিয়ার এগারো জনেরও। সেখানে নতুন ইতিহাস গড়লেন আম্পায়ার ক্লেয়ার পোলোস্যাক। পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এই অস্ট্রেলিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 11:06 AM
Updated : 27 April 2019, 11:24 AM

শনিবার ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-র ফাইনালে মুখোমুখি হয়েছে নামিবিয়া ও ওমান। 

এর আগে ২০১৭ সালে প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচ পরিচালনা করেছিলেন পোলোস্যাক। আন্তর্জাতিক পর্যায়ে ছেলেদের ম্যাচ পরিচালনা করতে পেরে রোমাঞ্চিত তিনি। 

“প্রথম নারী হিসেবে ছেলেদের ওয়ানডে পরিচালনা করতে পেরে এবং আম্পায়ার হিসেবে যত দূর আসতে পেরেছি সেজন্য আমি রোমাঞ্চিত। নারী আম্পায়ারদের উন্নয়নে এটি সত্যিই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে নারীরা কেন আম্পায়ারিং করতে পারবে না, এর কোনো কারণ নেই। এটা বাধা ভেঙে দেওয়ার বিষয়, জাগরণ তৈরি করে যেন অনেক নারী এই কাজে আসতে পারে।”

এর আগে মেয়েদের ১৫টি ওডিআই পরিচালনা করেছেন ৩১ বছর বয়সী পোলোস্যাক। ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।