ক্রিকেট উৎসবের সেরা কুমিল্লা হাই স্কুল

৫৫৮টি স্কুল, ৯৫৮টি ম্যাচ। ১১ হাজার ১২০ জন খুদে ক্রিকেটার। সব মিলিয়ে স্কুল ক্রিকেট মানে এক বিশাল মহাযজ্ঞ। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট উৎসবে এবারে শেষ হাসি কুমিল্লা হাই স্কুলের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 02:36 PM
Updated : 23 April 2019, 02:36 PM

স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্কুলটি। মঙ্গলবার রংপুরে ফাইনালে তারা ৩ উইকেটে হারিয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে।

রংপুর ক্রিকেট গার্ডেনে গতবারের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স ৩৬.২ ওভারে গুটিয়ে যায় ১১১ রানে। ওপেনার মোহাম্মদ মাহফুজ করেন ৩৫ রান। এছাড়া রিফাত ইসলাম করেন ১৬, আরাফাত ইসলাম ১২।

১০ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন কুমিল্লার সাব্বির আলম, ৮ ওভারে ১৬ রানে দুটি আতিকুর রহমান।

রান তাড়ায় কুমিল্লা হাই স্কুলও খুব সুবিধে করতে পারেনি। তবে লক্ষ্য খুব বড় ছিল না বলে শেষ পর্যন্ত জিতে যায় তারা। তিনে নেমে চারটি করে চার ও ছক্কায় ৩৮ বলে ৪৯ করেন আবু বকর। সেভাবে দাঁড়াতে পারেননি আর কেউ। তবু জিতে যায় তারা ৩৩.১ ওভারে।

বগুড়ার আরাফাত নেন ১৮ রানে ৩ উইকেট, মাহফুজ দুটি।

দারুণ ইনিংসটির জন্য ফাইনালের ম্যাচ সেরা আবু বকর। আর গোটা টুর্নামেন্টে ২৫৩ রান করার পাশাপাশি ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা চ্যাম্পিয়ন দলেরই সাব্বির আলম।  

বিসিবির ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে ম্যাচ হয়েছে দেশের নানা ভেন্যুতে।