রানের পাহাড় টপকে শিরোপা ধরে রাখল আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2019 04:35 PM BdST Updated: 23 Apr 2019 09:05 PM BdST
-
ফাইল ছবি
প্রাথমিক পর্বের শেষ দিকে টানা দুই হারে কাজটা কঠিন হয়ে গিয়েছিল আবাহনীর। সুপার লিগে ঘুরে দাঁড়ায় তারকা খচিত দলটি। সেরা ছয় দলের লড়াইয়ে টানা পাঁচ জয়ে শিরোপা ধরে রাখল মোসাদ্দেক হোসেনের দল।
বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার ৯ উইকেটে জেতে আবাহনী। ৩১৮ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া সৌম্য সরকার অপরাজিত থাকেন ২০৮ রানে। ১০০ রান করে ফিরেন ওপেনার জহুরুল ইসলাম।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮৮ রানে হারানো লেজেন্ডস অব রূপগঞ্জ টানা দ্বিতীয়বারের মতো হয়েছে রানার্সআপ। ৩২৭ রান তাড়ায় ২৩৯ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। পয়েন্ট আবাহনীর সমান হলেও রান রেটে অনেক পিছিয়ে ছিল রূপগঞ্জ।
প্রথম পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছিল আবাহনী। রূপগঞ্জের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে সুপার লিগ শুরু করে দলটি। এই পর্বে রূপগঞ্জের দুই হার আর নিজেদের পাঁচ জয়ে শিরোপা ধরে রাখে তারা। ১৬ ম্যাচে তাদের মোট পয়েন্ট ২৬।
১৯৭৪-৭৫ মৌসুমে ঢাকা মেট্রোপলিস প্রথম বিভাগ ক্রিকেট নামে শুরু হয় ঢাকার শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতা। প্রথম মৌসুমের চ্যাম্পিয়নও ছিল আবাহনী। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে প্রথম বিভাগ রূপান্তরিত হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
এবারের আসর ছিল ৪২তম। ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে খেলা হয়নি। দুবার যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, একবার করে মোহামেডান ও বিমান। একমাত্র ক্লাব হিসেবে দুইবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এবার জিতে আশা জাগিয়েছে তৃতীয় হ্যাটট্রিকের।
ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে এই নিয়ে ২০ বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।
ঢাকা লিগের সফল ক্লাব:
ক্লাব | শিরোপা |
আবাহনী লিমিটেড | ২০ বার |
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ৯ বার |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৬ বার |
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | ৪ বার |
ওল্ডডিওএইচএস ক্রিকেট ক্লাব | ২ বার |
ব্রাদার্স ইউনিয়ন | ১ বার |
গাজী ট্যাংক ক্রিকেটার্স | ১ বার |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ১ বার |
গাজী গ্রুপ ক্রিকেটার্স | ১ বার |
রোল অব অনার (২০০০ সাল থেকে)
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১৮-১৯ | আবাহনী | লেজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৭-১৮ | আবাহনী | লেজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৬-১৭ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | প্রাইম দোলেশ্বর |
২০১৫-১৬ | আবাহনী | প্রাইম দোলেশ্বর |
২০১৪-১৫ | প্রাইম ব্যাংক | প্রাইম দোলেশ্বর |
২০১২-১৩ | গাজী ট্যাংক | শেখ জামাল |
২০১১-১২ | ভিক্টোরিয়া | ওল্ডডিওএইচএস |
২০১০-১১ | আবাহনী | মোহামেডান |
২০০৯-১০ | মোহামেডান | বিমান বাংলাদেশ |
২০০৮-০৯ | আবাহনী | সূর্যতরুণ |
২০০৭-০৮ | আবাহনী | বিমান বাংলাদেশ |
২০০৬-০৭ | আবাহনী | মোহামেডান |
২০০৫-০৬ | ওল্ডডিওএইচএস | সোনারগাঁও ক্রিকেটার্স |
২০০৪-০৫ | ওল্ডডিওএইচএস | সিটি ক্লাব |
২০০২-০৩ | ভিক্টোরিয়া | মোহামেডান ও সিটি ক্লাব |
২০০১-০২ | ভিক্টোরিয়া | মোহামেডান |
২০০০-০১ | মোহামেডান | আবাহনী |
* ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে লিগ হয়নি
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন