রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে টিকে থাকল উত্তরার আশা

ছোট পুঁজি নিয়ে প্রাণপণে লড়াই করল বিকেএসপি। তারুণ্য নির্ভর দলটিকে হতাশ করে উত্তরা স্পোর্টিং ক্লাবকে উত্তেজনায় ঠাসা ম্যাচে নাটকীয় জয় এনে দিল দশম উইকেট জুটি। তাতে ঢাকা প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার আশা টিকে থাকল দলটির। আর এই হারে প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেছে বিকেএসপির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 01:39 PM
Updated : 18 April 2019, 01:39 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার ১ উইকেটে জিতেছে উত্তরা। ১৪৫ রানের লক্ষ্য ৬১ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

রেলিগেশন লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আব্দুর রশিদের ছোবলে এলোমেলো হয়ে যায় বিকেএসপি। ২৬ রানের মধ্যে তারুণ্য নির্ভর দলটি হারায় চার উইকেট।

এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন আমিনুল ইসলাম। আকবর আলীর সঙ্গে ৪১ ও সাদমান রহমানের সঙ্গে ৫৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আমিনুল।

সাবধানী ব্যাটিংয়ে দুই চারে ১১৭ বলে ৫৯ রান করা আমিনুলকে ফিরিয়ে দেন ভারতীয় অলরাউন্ডার মনন শর্মা। শেষেও ছোবল দেন রশিদ। এরপর বেশিদূর এগোয়নি বিকেএসপির ইনিংস। দলটি শেষ ৪ উইকেট হারায় ১০ রানে।  

১৮ রানে ৫ উইকেট নিয়ে উত্তরার সেরা বোলার রশিদ।

ছোট রান তাড়ায় শুরুটা ভালো হয়নি উত্তরার। ২৩ রানে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান। এক প্রান্ত আগলে রেখে উত্তরাকে টানেন মনন। মিনহাজুল আবেদীন ছাড়া খুব একটা সঙ্গ দিতে পারেননি অন্য কেউ। মনন ছিলেন বলেই ম্যাচ হেলে ছিল উত্তরার দিকে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাঁচ চার ও এক ছক্কায় ৫৯ বলে ৫২ রান করা মননকে ফিরিয়ে উত্তরাকে বড় একটা ধাক্কা দেন তানজিম হাসান।

১০৬ রানে আট উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া দলকে পথ দেখান আব্দুল গাফ্ফার। রশিদ ও সাজ্জাদ হোসেনকে নিয়ে মেলান কঠিন হয়ে যাওয়া সমীকরণ। তিন চারে ২১ রানে অপরাজিত থাকেন গাফ্ফার। সাজ্জাদ ১ চারে করেন ৯ রান।

বিকেএসপির তানজিম ৪ উইকেট নেন ৩৬ রানে। দুটি করে উইকেট নেন হাসান মুরাদ ও শামিম হোসেন।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগে খেলা তিন দলের মধ্যে শীর্ষে উঠে গেল উত্তরা। ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বিকেএসপি। প্রিমিয়ার লিগে টিকে থাকতে পরের ম্যাচে জিততেই হবে ব্রাদার্স ইউনিয়নকে। সঙ্গে এগিয়ে থাকতে হবে রান রেটেও। রান রেটে ব্রাদার্সের (-০.৪৫) চেয়ে খানিকটা এগিয়ে উত্তরা (-০.৪৮)।

সংক্ষিপ্ত স্কোর:

বিকেএসপি: ৪৯.৪ ওভারে ১৪৪ (নওরোজ ১, ফাহাদ ১২, মাহমুদুল ২, আমিনুল ৫৯, শামিম ১, আকবর ২৬, সাদমান ২৫, তানজিম ৯, সুমন ০, মুরাদ ৫, হুমায়ুন ০*; রশিদ ৫/১৮, সাজ্জাদ ১/৩৩, মনন ১/২৯, গাফ্ফার ০/৩৫, মোহাইমিনুল ১/২৯)

উত্তরা স্পোর্টিং ক্লাব: ৩৯.৫ ওভারে ১৪৭/৯ (তানজিদ ০, আনিসুল ১৬, শানাজ ৬, মনন ৫২, মোহাইমিনুল ২, মিনহাজুল ১৭, শাকির ৭, মিনহাজ ২, গাফ্ফার ২১*, রশিদ ৭, সাজ্জাদ ৯*; তানজিম ৪/৩৬, মুরাদ ২/৩৬, সুমন ১/৩৯, শামিম ২/২৮, হুমায়ুন ০/৪)

ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ১ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আব্দুর রশিদ