বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2019 09:40 PM BdST Updated: 17 Apr 2019 10:00 PM BdST
-
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
বিশ্বকাপ দল ঘোষণার আগে অধিনায়কের নাম জানাল শ্রীলঙ্কা। সেই ঘোষণায় চমক আছে, আবারও নেইও। এবারে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে।
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক হলেও ওয়ানডে দলে অনেক দিন ধরেই সুযোগ পাচ্ছিলেন না করুনারত্নে। বাঁহাতি ওপেনার সবশেষ ওয়ানডে খেলেছেন সেই গত বিশ্বকাপে। সেদিক থেকে এটি বড় চমকই। তবে শ্রীলঙ্কান ক্রিকেটে সাম্প্রতিক নানা বিতর্ক ও দুযোর্গের মধ্যে গত কিছুদিনে গুঞ্জন শোনা যাচ্ছিল, করুনারত্নেকে করা হতে পারে বিশ্বকাপের অধিনায়ক। সেদিক থেকে এই খবর প্রত্যাশিতই।
টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান করুনারত্নের ওয়ানডে রেকর্ড বেশ বাজে। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ১৭ ওয়ানডে খেলে গড় ১৫.৮৩। লিস্ট ‘এ’ রেকর্ডও খুব সমৃদ্ধ নয়। সম্প্রতি ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতায় অবশ্য বেশ ভালোই পারফর্ম করেছেন।
মূলত দক্ষিণ আফ্রিকা সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেওয়ার পর থেকেই করুনারত্নেকে বিশ্বকাপে অধিনায়ক করার ভাবনা শুরু। সেই ভাবনা আরও জোরালো হয় মালিঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর।
মালিঙ্গার নেতৃত্বে এ পর্যন্ত ৯ ওয়ানডের সবকটি হেরেছে শ্রীলঙ্কা। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার শীতল সম্পর্কের কথা নিয়েও খবর হয়েছে বেশ। কিছুদিন আগে থিসারা পেরেরার সঙ্গে দ্বন্দ্বের ব্যাপারটি প্রকাশ্যে এসেছিল।
মালিঙ্গা ও করুনারত্নে ছাড়া নেতৃত্বের লড়াইয়ের ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ইএসপিএন ক্রিকইনফোর খবর, নির্বাচকেরা চাইলেও তিনি নিজে থেকে রাজি হননি। এর আগে কয়েক দফায় অধিনায়কত্ব করেছেন ম্যাথিউস। সবশেষ চন্দিকা হাথুরুসিংহে কোচ হওয়ার পর তার অনুরোধে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু গত এশিয়া কাপে ব্যর্থতার পর হাথুরুসিংহের সুপারিশেই তাকে অধিনায়ক থেকে বাদ দেওয়া হয়। কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবরটিও তখন প্রকাশ্যে আসে। পরে লঙ্কান বোর্ড হাথুরুসিংহের ক্ষমতা অনেক কমালেও এখনও তিনিই কোচ আছেন।
ম্যাথিউস ও মালিঙ্গা, দুজনই অবশ্য বিশ্বকাপ দলে থাকবেন বলে আভাস মিলেছে। বৃহস্পতি বা শুক্রবার ঘোষণা করা হতে পারে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবারের দল।
-
লিটনের সেঞ্চুরি, দুইশ ছাড়িয়ে জুটি
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- লিটনের সেঞ্চুরি, দুইশ ছাড়িয়ে জুটি
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ