আবারও শেখ জামালের জয়ের নায়ক ইলিয়াস সানি

লিগের শুরুর দিকে বেশ কটি ম্যাচ খেলতে পারেননি। এখন তিনিই হয়ে উঠেছেন দলের সেরা পারফরমার। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে আবারও শেখ জামালকে জেতালেন ইলিয়াস সানি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 01:56 PM
Updated : 17 April 2019, 03:13 PM

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হলেন সানি। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এই ম্যাচের ফল শুধু দলের জন্য নয়, লিগের প্রেক্ষাপটেও ছিল মহাগুরুত্বপূর্ণ। তাদের জয়টি যে শীর্ষে থাকা লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে!

শেখ জামাল জিতেছে ৪ উইকেটে। প্রাথমিক পর্বের তৃতীয় ম্যাচে হারার পর টানা ১০ ম্যাচ জিতে আবার হারের স্বাদ পেল রূপগঞ্জ। তাদের হারে আবার জমে গেছে শিরোপার লড়াই।

ফতুল্লায় বুধবার রূপগঞ্জকে ১৭১ রানে গুটিয়ে শেখ জামাল জিতেছে ৯ বল বাকি রেখে। আঁটসাঁট বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ওপেনিংয়ে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সানি। এই নিয়ে চার ম্যাচের মধ্যে সেরা হলেন তৃতীয়বার।

টস হেরে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জের ব্যাটিং ধুঁকেছে শুরু থেকেই। ইনিংস গতি পায়নি কখনই। উইকেট পড়েছে নিয়মিত, রানও আসেনি।

দলের হয়ে একমাত্র ফিফটি ওপেনার মোহাম্মদ নাঈমের। এমনিতে আগ্রাসী হলেও এ দিন ৫৮ রান করতে বাঁহাতি ওপেনার খেলেছেন ১১২ বল। দারুণ ফর্মে থাকা অধিনায়ক নাঈম ইসলামের ১৯ রান এসেছে ৪৮ বলে।

দুই অঙ্ক ছুঁয়েছেন মুমিনুল হক, শাহরিয়ার নাফীস, রিশি ধাওয়ান। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউ।

শেখ জামালের বোলাররা ছিলেন দুর্দান্ত। পেসার সৈয়দ খালেদ আহমেদ ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে নাসির ১০ ওভারে রান দিয়েছেন ১৬, সানি ২৭। অফ স্পিনার এনামুল হক, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও ছিলেন কার্যকর।

লক্ষ্য খুব বড় না হলেও শেখ জামালের রান তাড়ার কাজটি সহজ ছিল না। ওপেনার ইমতিয়াজ আহমেদকে তারা হারায় দ্রুতই। শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির হোসেনও পারেনটি টিকতে।

সানির ইনিংসটি সেই বিপর্যয়ে দলকে জুগিয়েছেন নির্ভরতা। নুরুল হাসান সোহানের সঙ্গে তার ৫১ রানের জুটি দলকে এগিয়ে নেয় জয়ের পথে।

আগের ম্যাচে ৬৭ রানের পর এবার সানি করেছেন ৫৮। তার ফেরার পর অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে ফিরেছেন তানবীর হায়দার।

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ: ৪৯.৩ ওভারে ১৭১ (মারুফ ২, মোহাম্মদ নাইম ৫৮, মুমিনুল ১৫, শাহরিয়ার ১০, নাঈম ইসলাম ১৯, ধাওয়ান ২৩, জাকের ১৭, মুক্তার ১৫, শহিদ ১, শুভাশিস ৪, নাবিল ০*; খালেদ ৭.৩-১-৩১-৪, নাসির ১০-১-১৬-১, এনামুল ১০-০-৩৩-১, মুনাবিরা ২-০-১৪-০, সানি ১০-১-২৭-১, সাকিল ৫-০-৩৩-১, তাইজুল ৫-১-১৬-২)।

শেখ জামাল: ৪৮.৩ ওভারে ১৭২/৬ (ইমতিয়াজ ৫, সানি ৫৮, মুনাবিরা ২, নাসির ৪, সোহান ২৯, তানবীর ৪৩*, জিয়াউর ১০, তাইজুল ১০*; শুভাশিস ৭-০-৩৯-০, নাবিল ১০-১-২৭-৩, শহিদ ৯.৩-০-২৬-১, নাঈম ১০-১-২৫-০, মুমিনুল ৪-০-১৮-০, ধাওয়ান ৮-০৩৩-২)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইলিয়াস সানি