পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে আর্চার

গতিময় পেসার জফরা আর্চারকে রেখে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়েন মর্গ্যানের নেতৃত্বাধীন এই দলটিই খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 11:50 AM
Updated : 17 April 2019, 12:01 PM

আগামী তিন মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে খেলবে ইংল্যান্ড। একদিন পর কার্ডিফে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।  

গতিময় পেসার আর্চার মূলত নজর কেড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। গত মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা পূরণ করা ২৪ বছর বয়সী এই পেসার জায়গা পাননি বিশ্বকাপ দলে। তবে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করে নিজের দাবি জানিয়ে রাখার সুযোগ পাচ্ছেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও আছেন আর্চার।       

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), জফরা আর্চার, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড।