রোমাঞ্চকর ম্যাচে দোলেশ্বরকে হারিয়ে দিল ব্রাদার্স
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2019 06:06 PM BdST Updated: 10 Apr 2019 09:00 PM BdST
বারবার রঙ পাল্টানো ম্যাচে নাটকীয় জয় তুলে নিল ব্রাদার্স ইউনিয়ন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানের দৃঢ়তায় আরাফাত সানির ছোবল এড়িয়ে হারিয়ে দিল প্রাইম দোলেশ্বরকে।
ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডে ১ উইকেটে জিতেছে ব্রাদার্স। ২৫১ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে মন্থর শুরু করে দোলেশ্বর। শুরুতে বোলাররা উইকেট থেকে সুবিধা পাওয়ায় বাড়তি সতর্কতা ছিল সাইফ হাসান, ফরহাদ হোসেনদের। সাবধানী ব্যাটিংয়ে পাঁচ চারে ৫০ রান করেন মার্শাল আইয়ুব।
মাহমুদুল হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ১২ ওভার ৯০ রান যোগ করে দলকে আড়াইশ রানে নিয়ে যান তাইবুর রহমান। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৭১ বলে তিন ছক্কা ও দুই চারে অপরাজিত থাকেন ৭০ রানে। অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল ৩৭ বলে করেন ৩৯ রান।
রান তাড়ায় ব্রাদার্সের শুরুটাও ছিল মন্থর। দুটি করে ছক্কা-চারে মিজানুর রহমানের ৪২ রানের পরও ৩১তম ওভারে ১১০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
অধিনায়ক শরিফউল্লাহর সঙ্গে ৮০ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন ফজলে মাহমুদ। বাঁহাতি স্পিনার সানিকে বেরিয়ে এসে খেলতে গিয়ে তিনি স্টাম্পড হয়ে গেলে ভাঙে জুটি। মাহমুদ ৯১ বলে দুটি করে ছক্কা-চারে ফিরে যান ৭৪ রান করে।
খানিক পরে ফিরে যান তিন ছক্কায় ৪১ রান করা অধিনায়ক শরিফউল্লাহও। আট নম্বরে নেমে চার ছক্কায় ১৫ বলে ২৯ রানের টর্নেডো ইনিংসে রানের গতিতে দম দেন মোহাম্মদ শাহজাদা।
জয়ের জন্য শেষ ২ ওভারে ১০ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের, হাতে ছিল ৩ উইকেট। ৭ রান দিয়ে সানি দুই উইকেট তুলে নিয়ে জমিয়ে দেন ম্যাচ। তবে বিশ্বনাথ হালদারকে নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বাতিঘরে নিয়ে যান জাহিদ উজ্জামান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্রাদার্সকে পথ দেখানো মাহমুদ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
১১ ম্যাচে তৃতীয় জয়ে নয় নম্বরে উঠে এলো ব্রাদার্স। সমান ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া দোলেশ্বর ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৫০/৫ (ইমরান ২১, সাইফ ১৬, ফরহাদ ৪০, মার্শাল ৫০, তাইবুর ৭০*, নাসিম ১১, মাহমুদুল ৩৯*; আশিক ০/৫১, বিশ্বনাথ ২/৪৫, শাহজাদা ১/৫০, শরিফউল্লাহ ১/৪০, নাঈম জুনিয়র ০/৩২, ইয়াসির ১/৩১)
ব্রাদার্স ইউনিয়ন: ৪৯.৫ ওভারে ২৫১/৯ (মিজানুর ৪২, জুনায়েদ ১৫, মাহমুদ ৭৪, দেবব্রত ৬, ইয়াসির ৫, শরিফউল্লাহ ৪১, জাহিদ ৮*, শাহজাদা ২৯, আশিক ১২, নাঈম জুনিয়র ৬, বিশ্বনাথ ১*; সানি ৪/৬২, রেজা ১/৫২, আবু জায়েদ ১/৩৭, মাহমুদুল ০/৩৬, এনামুল জুনিয়র ৩/৪৬, নাসিম ০/১৫)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ১ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ