উত্তরাকে উড়িয়ে শীর্ষে সংহত রূপগঞ্জ

দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন নাবিল সামাদ। রূপগঞ্জ ধরে রাখল তাদের জয়যাত্রা। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দলটির জয়রথে পিষ্ট এবার উত্তরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 11:34 AM
Updated : 10 April 2019, 04:10 PM

উত্তরা স্পোটিং ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রাথমিক পর্ব শেষ করেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। আরও শক্ত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার দারুণ বোলিংয়ে নাবিল নেন ৩ উইকেট। উত্তরা আটকে যায় ১৮০ রানে। সেই লক্ষ্য অনায়াসেই টপকে যায় রূপগঞ্জ ৫৬ বল বাকি রেখে।

এই নিয়ে প্রথম পর্বের ১১ ম্যাচের ১০টিই জিতল রূপগঞ্জ। নিশ্চিত করল নিকটতম দলের চেয়ে অন্তত ৪ পয়েন্ট এগিয়ে থেকে সুপার লিগ শুরু করতে পারা।

উত্তরার হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ব্যাটিং ব্যর্থতার পরই। যদিও তাদের ব্যাটিংয়ের এই দুর্দশা ছিল না একটা সময়। ওপেনার তানজিদ হাসানকে হারিয়েছিল তারা দ্বিতীয় ওভারে। তবে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন আনিসুল ইসলাম ইমন ও শানাজ আহমেদ।

মঞ্চে নাবিলের আবির্ভাব তখনই। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এক ওভারেই ফিরিয়ে দেন থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে। ৭ চার ও ১ ছক্কায় ৫৫ রানে ফেরেন ইমন। ২৭ রান করতে শানাজ খেলেছেন ৬৬ বল।

নাবিল খানিক পর ফিরিয়ে দেন নতুন ব্যাটসম্যান মোহাইমিনুল খানকেও। উত্তরার ইনিংসের গতি মন্থর হয়ে যায় আরও।

মিনহাজুল আবেদিন ও শাকির হোসেনের জুটি এরপর দলকে টেনে নিয়ে যায়। তবে দুজনই ছিলেন বেশ মন্থর। ৬৩ বলে ৩৭ করেছেন মিনহাজুল, ৫৯ বলে ৩৩ শাকির। ৫০ ওভার খেলেও তাই দুইশর কাছে যেতে পারেনি উত্তরা।

নাবিলের দুর্দান্ত বোলিংয়ের পাশে রিশি ধাওয়ান, মোহাম্মদ শহিদও ছিলেন কার্যকর। চোট কাটিয়ে দুই মাসের বেশি সময় পর মাঠে ফেরা তাসকিন আহমেদ লড়েছেন ছন্দে পেতে। ৫ ওভারে দিয়েছেন ৩৬ রান।

রান তাড়ায় রূপগঞ্জকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি উত্তরা। মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম উদ্বোধনী জুটিতে তোলে ৯৬ রান।

৯ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৬৩ করে বাঁহাতি নাঈম আউট হয়ে যান। আরেক ওপেনার মারুফ ও তিনে নামা মুমিনুল হকের জুটি শেষ করে দেয় ম্যাচ।

দুটি করে চার ও ছক্কায় ১১৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন মারুফ। ৫৩ বলে অপরাজিত ৪৭ মুমিনুল।

দারুণ বোলিংয়ে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার ম্যাচ সেরা হয়েছেন নাবিল।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরা: ৫০ ওভারে ১৮০/৮ (তানজিদ ১, ইমন ৫৫, শানাজ ২৭, মোহাইমিনুল ৩, মিনহাজুল ৩৭, শাকির ৩৩, মিনহাজ ১০*, সাজ্জাদ ০, জাহাঙ্গির ০; শহিদ ১০-২-৩১-১, ধাওয়ান ১০-১-৪৫-২, নাবিল ১০-২-২৯-৩, তাসকিন ৫-০-৩৬-০, মুমিনুল ১০-২-১৮-০, মুক্তার ৫-০-১৬-০)।

রূপগঞ্জ: ৪০.৪ ওভারে ১৮১/১ (মারুফ ৬২*, মোহাম্মদ নাঈম ৬৩, মুমিনুল ৪৭*; রশিদ ৬-০-৪৩-০, জাহাঙ্গির ৯-১-২৪-০, পায়েল ৮-০-৩৫-০, মোহাইমিনুল ১০-১-৩৪-১, সাজ্জাদ ৬-০-২৭-০, ইমন ১-০-১৩-০, মিনহাজ ০.৪-০-৪-০)।

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাবিল সামাদ