এক দিনের পর্যবেক্ষণে চোট পাওয়া মিরাজ

ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ। আপাতত একদিনের জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন আবাহনীর এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রাথমিকভাবে তার চোটকে গুরুতর মনে করছেন না বিসিবির ক্রীড়া চিকিৎসকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 11:19 AM
Updated : 7 April 2019, 02:22 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জের ইনিংসের ২৬তম ওভারে শর্ট কাভারে ফিল্ডিং করার সময় চোট পান মিরাজ।

সে সময় বোলিংয়ে ছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বলে ড্রাইভ করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ঝাঁপিয়ে বল থামানোর চেষ্টায় আঙুলে চোট পান মিরাজ।

ফিজিওর সাথে মাঠ ছাড়া মিরাজ ডাগআউটে বসে আঙুল চুবিয়ে রাখেন ঠাণ্ডা পানিতে।

রূপগঞ্জের বিপক্ষে ৬ উইকেটে হারের পর ডাগআউটে গিয়ে সতীর্থের চোটের অবস্থা দেখেন অধিনায়ক মোসাদ্দেক। পরে মিরাজ যান বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসকের কাছে।

ব্যথা এখনও আছে মিরাজের। আপাতত তার চোট গুরুতর মনে না করা চিকিৎসকরা তাকে রেখেছেন একদিনের পর্যবেক্ষণে।