দোলেশ্বরের জয়ে নায়ক সাদ নাসিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2019 04:45 PM BdST Updated: 07 Apr 2019 04:45 PM BdST
টপ অর্ডারে দুটি রান আউট। পরে সাদ নাসিমের চার উইকেট। উত্তরার লড়াইয়ের আশা শেষ তাতেই। প্রত্যাশিত জয়ে প্রাইম দোলেশ্বর নিশ্চিত করল সুপার লিগ।
ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। ফতুল্লায় রোববার উত্তরাকে ১৬০ রানে আটকে দোলেশ্বর জিতেছে ৭১ বল বাকি রেখে।
১০ ম্যাচে ৭ জয়ে চতুর্থ দল হিসেবে দোলেশ্বর নিশ্চিত করল শীর্ষ ছয়ে থাকা।
টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরা প্রথম ৬ ওভারে ২৮ রান তোলে কোনো উইকেট না হারিয়ে। সপ্তম ওভারে বোলিংয়ে এসেই আরাফাত সানি ফিরিয়ে দেন আনিসুল ইসলাম ইমনকে।
উত্তরা পরে বড় ধাক্কা খায় থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে রান আউটে হারিয়ে। ২৬ রানে ফেরেন তানজিদ হাসান, ২২ রানে শানাজ আহমেদ।
এরপর আর সেভাবে দাঁড়াতে পারেননি উত্তরার কেউ। ছয়ে নেমে দলের সর্বোচ্চ ৩৬ করেছেন মিনহাজুল আবেদিন। ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে সাদ নিয়েছেন চার উইকেট।
স্বল্প পুঁজি নিয়েও উত্তরা চেষ্টা করেছে লড়াইয়ের। ৫৭ রানে ৩ উইকেট হারায় দোলেশ্বর। তিনটি উইকেটই নেন অফ স্পিনার সাজ্জাদ হোসেন।
তবে অঘটন ঘটতে দেননি ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুব। চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যোগ করেন ৯১ রান রান।
দুজনের কেউ অবশ্য কাজ শেষ করে আসতে পারেননি। ৯৬ বলে ৫৯ রান করে ফেরেন ফরহাদ, ৭৫ বলে ৫৪ মার্শাল। তবে জিততে সমস্যা হয়নি দোলেশ্বরের।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরা: ৪৬.৪ ওভারে ১৬০ (তানজিদ ২৬, ইমন ৮, শানাজ ২২, মোহাইমিনুল ১৫, শাকির ১, মিনহাজুল আবেদিন ৩৬, মিনহাজ ১৯, হুমায়ুন ৭, নাইমুল ৬, সবুজ ৭, সাজ্জাদ ০*; আবু জায়েদ ৩-০-২৩-০, ফরহাদ রেজা ৫.৪-১-২২-১, আরাফাত সানি ৮-১-২৩-১, মাহমুদুল ১০-০-২৪-২, এনামুল জুনিয়র ১০-০-২৩-০, সাদ ১০-০-৪২-৪)।
প্রাইম দোলেশ্বর: ৩৮.১ ওভারে ১৬১/৫ (ইমরান ৮, সাইফ ২৬, ফরহাদ হোসেন ৫৯, তাইবুর ৪, মার্শাল ৫৪, সাদ ৫*, মাহমুদুল ১*; সবুজ ৬-১-২৯-০, সাজ্জাদ ১০-০-৪১-৩, নাইমুল ১০-০-৩৫-১, হুমায়ুন ৬-০-২৩-০, মোহাইমিনুল ৪-০-২১-০, তানজিদ ১.১-০-৮-০, মিনহাজ ১-০-২-১)।
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাদ নাসিম
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ