রূপগঞ্জের জয়ে মুমিনুলের ৭ রানের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2019 05:45 PM BdST Updated: 02 Apr 2019 12:31 AM BdST
দারুণ বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা হাতের নাগালে রাখলেন রিশি ধাওয়ান। শট খেলা সহজ নয় এমন উইকেটে দলকে রান তাড়ায় পথ দেখালেন মুমিনুল হক। বিকেএসপিকে হারিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের সুপার সিক্স নিশ্চিত করার ম্যাচে মিশে থাকল মাত্র ৭ রানের জন্য তার সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ।
ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে পাঁচ উইকেটে জিতেছে রূপগঞ্জ। ১৮২ রানের লক্ষ্য ৩০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে নাঈম ইসলামের দল। আবাহনীর পর দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করল রূপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার টস হেরে দ্রুত ফাহাদ আহমেদকে হারায় বিকেএসপি। শুরুর ধাক্কা সামাল দিয়ে মন্থর ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন প্রান্তিক নওরোজ ও শামিম হোসেন।
অনূর্ধ্ব-১৯ দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান ৭৭ রানের জুটি গড়তে খেলেন ২৪ ওভার! ৮১ বলে দুই চারে ৩৮ রান করা নওরোজকে ফিরিয়ে জুটি ভাঙেন মুক্তার আলী।
পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকেননি শামিম। ১০৭ বলে খেলা এই তরুণের ৫২ রানের ইনিংস গড়া দুই চার ও এক ছক্কায়। তার বিদায়ের পর দ্রুত রান তোলার চেষ্টায় নিয়মিত উইকেট হারায় বিকেএসপি। প্রথম তিন ব্যাটসম্যানের বাইরে আর কেউ যেতে পারেননি বিশ পর্যন্ত।
রূপগঞ্জের ভারতীয় অলরাউন্ডার ধাওয়ান ৫ উইকেট নেন ৫১ রানে।
ছোট রান তাড়ায় শুরুতেই মোহাম্মদ নাঈমকে হারায় রূপগঞ্জ। আরেক ওপেনার মেহেদী মারুফ ফিরেন ৫৬ বলে একটি করে ছক্কা ও চারে ২৭ রানের মন্থর ইনিংস খেলে।
মারুফের সঙ্গে ৬৮ রানের জুটি গড়া মুমিনুল তৃতীয় উইকেটে অধিনায়ক নাঈমের সঙ্গে উপহার দেন ৮৮ রানের আরেকটি ভালো জুটি। সুমন খান থামান সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া মুমিনুলকে। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ১১২ বলে খেলা ৯৩ রানের ইনিংস গড়া আট চার ও দুই ছক্কায়।
জাকের আলী দ্রুত ফিরে যাওয়ার পর ধাওয়ানকে নিয়ে বাকিটা শেষ করেন শাহরিয়ার নাফীস।
বিকেএসপিকে কম রানে আটকানো ধাওয়ান জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রূপগঞ্জ। রান রেটে এগিয়ে তাদের উপরে রয়েছে দিনের অন্য ম্যাচে খেলাঘরকে উড়িয়ে দেওয়া আবাহনী। সমান ম্যাচে এটি পঞ্চম হার তারুণ্য নির্ভর দল বিকেএসপির।
সংক্ষিপ্ত স্কোর:
বিকেএসপি: ৫০ ওভারে ১৮১/৯ (নওরোজ ৩৮, ফাহাদ ২০, শামিম ৫২, আকবর ৯, আমিনুল ১৩, কাইয়ুম ১১, সাদমান ১৫, তানজিম ৩, সুমন ১০, আবু নাসের ২*; শুভাশিস ০/৩০, নাবিল ০/৩, ধাওয়ান ৫/৫১, শহীদ ১/৩০, নাঈম ০/৩২, মুক্তার ২/২৯)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫ ওভারে ১৮২/৫ (মারুফ ২৭, মোহাম্মদ নাঈম ৮, মুমিনুল ৯৩, নাঈম ৩১, শাহরিয়ার ১২*, জাকের ০, ধাওয়ান ২*; তানজিম ১/৩৩, শামিম ০/২৪, আবু নাসের ০/২৪, সুমন ২/৩২, মুরাদ ০/২৯, কাইয়ুম ২/২৮, আমিনুল ০/১১)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিশি ধাওয়ান
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা