শেখ জামালকে জেতালেন তাইজুল

বল হাতে দারুণ পারফরম্যান্সে কাজ এগিয়ে রেখেছিলেন অনেকটা। তবে ছোট রান তাড়ায় দলের ব্যাটিংয়েও প্রয়োজন হলো তাইজুল ইসলামকে। বাঁহাতি স্পিনার ব্যাট হাতেও রাখলেন অবদান। জেতালেন দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2019, 01:12 PM
Updated : 29 March 2019, 01:12 PM

তাইজুলের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যান সংঘকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ফতুল্লায় শুক্রবার ৩ উইকেট নেন তাইজুল। খেলাঘর ৫০ ওভারে তুলতে পারে কেবল ১৮৩ রান। শেখ জামাল জিতেছে ৮ ওভার বাকি রেখে। শেষ দিকে দলকে জয় এনে দেওয়া জুটিতে অপরাজিত ১৫ রান করেন তাইজুল।

টস হেরে ব্যাটিংয়ে নামা খেলাঘরকে শুরুতে ভোগান নাসির হোসেন। নতুন বলে এই অফ স্পিনার ফিরিয়ে দেন খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবিকে। ১০ ওভারের টানা স্পেলে রান দেন মাত্র ২১।

পরের তিনটি উইকেটই নেন তাইজুল। খেলাঘর ৭৩ রানে হারায় ৫ উইকেট।

ধুঁকতে থাকা দলকে কিছুটা উদ্ধার করেন মইনুল ইসলাম। সাতে নেমে খেলেছেন তিনি ৭০ বলে ৫৫ রানের ইনিংস। তাতে কিছুটা ভদ্রস্থ হয় দলের সংগ্রহ। শেষ দিকে খালেদ আহমেদের তিন উইকেটে দুইশ পর্যন্ত যেতে পারেনি খেলাঘর।

রান তাড়ায় শেখ জামালের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে সবার ছোট ছোট অবদানে তারা জিতে যায়। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই ছুঁয়েছেন ২০। সর্বোচ্চ ৪৭ এসেছে ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে।

কেউ বড় ইনিংস খেলতে না পারায়ই একটু বিপাকে পড়েছিল শেখ জামাল। ১৪৮ রানে পড়েছিল পঞ্চম উইকেট। জিয়াউর রহমান ও তাইজুলের জুটি সেখান থেকে পাড়ি দেয় জয়ের বাকি পথটুকু।

দুটি চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জিয়াউর। ১৫ রানে অপরাজিত তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর: ৫০ ওভারে ১৮৩/৯ (রবি ৯, অমিত ৪০, অঙ্কন ১০, মেনারিয়া ৩, নাজিমউদ্দিন ৬, রাফসান ২৬, মইনুল ৫৫, মাসুম ১৮, রবিউল ৮, ইফরান ১*; খালেদ ১০-২-৪৩-৩, নাসির ১০-১-২১-১, সাকিল ৯-০-৪৯-০, তাইজুল ১০-১-৩৯-৩, এনামুল ১০-০-২৪-১, তানবীর ১-০-৫-০)।

শেখ জামাল: ৪২ ওভারে ১৮৫/৫ (ইমতিয়াজ ৪৭, ফারদিন ২৫, তানবীর ২৫, নাসির ২০, নুরুল ২২, জিয়াউর ২০*, তাইজুল ১৫*; ইফরান ০/৪৬, রবি ১/২৮, মইনুল ০/২৬, তানভির ২/৩১, রবিউল ২/৪২, মাসুম ০/১২)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম