শেখ জামালকে জেতালেন তাইজুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2019 07:12 PM BdST Updated: 29 Mar 2019 07:12 PM BdST
বল হাতে দারুণ পারফরম্যান্সে কাজ এগিয়ে রেখেছিলেন অনেকটা। তবে ছোট রান তাড়ায় দলের ব্যাটিংয়েও প্রয়োজন হলো তাইজুল ইসলামকে। বাঁহাতি স্পিনার ব্যাট হাতেও রাখলেন অবদান। জেতালেন দলকে।
তাইজুলের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যান সংঘকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ফতুল্লায় শুক্রবার ৩ উইকেট নেন তাইজুল। খেলাঘর ৫০ ওভারে তুলতে পারে কেবল ১৮৩ রান। শেখ জামাল জিতেছে ৮ ওভার বাকি রেখে। শেষ দিকে দলকে জয় এনে দেওয়া জুটিতে অপরাজিত ১৫ রান করেন তাইজুল।
টস হেরে ব্যাটিংয়ে নামা খেলাঘরকে শুরুতে ভোগান নাসির হোসেন। নতুন বলে এই অফ স্পিনার ফিরিয়ে দেন খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবিকে। ১০ ওভারের টানা স্পেলে রান দেন মাত্র ২১।
পরের তিনটি উইকেটই নেন তাইজুল। খেলাঘর ৭৩ রানে হারায় ৫ উইকেট।
ধুঁকতে থাকা দলকে কিছুটা উদ্ধার করেন মইনুল ইসলাম। সাতে নেমে খেলেছেন তিনি ৭০ বলে ৫৫ রানের ইনিংস। তাতে কিছুটা ভদ্রস্থ হয় দলের সংগ্রহ। শেষ দিকে খালেদ আহমেদের তিন উইকেটে দুইশ পর্যন্ত যেতে পারেনি খেলাঘর।
রান তাড়ায় শেখ জামালের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে সবার ছোট ছোট অবদানে তারা জিতে যায়। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই ছুঁয়েছেন ২০। সর্বোচ্চ ৪৭ এসেছে ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে।
কেউ বড় ইনিংস খেলতে না পারায়ই একটু বিপাকে পড়েছিল শেখ জামাল। ১৪৮ রানে পড়েছিল পঞ্চম উইকেট। জিয়াউর রহমান ও তাইজুলের জুটি সেখান থেকে পাড়ি দেয় জয়ের বাকি পথটুকু।
দুটি চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জিয়াউর। ১৫ রানে অপরাজিত তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর: ৫০ ওভারে ১৮৩/৯ (রবি ৯, অমিত ৪০, অঙ্কন ১০, মেনারিয়া ৩, নাজিমউদ্দিন ৬, রাফসান ২৬, মইনুল ৫৫, মাসুম ১৮, রবিউল ৮, ইফরান ১*; খালেদ ১০-২-৪৩-৩, নাসির ১০-১-২১-১, সাকিল ৯-০-৪৯-০, তাইজুল ১০-১-৩৯-৩, এনামুল ১০-০-২৪-১, তানবীর ১-০-৫-০)।
শেখ জামাল: ৪২ ওভারে ১৮৫/৫ (ইমতিয়াজ ৪৭, ফারদিন ২৫, তানবীর ২৫, নাসির ২০, নুরুল ২২, জিয়াউর ২০*, তাইজুল ১৫*; ইফরান ০/৪৬, রবি ১/২৮, মইনুল ০/২৬, তানভির ২/৩১, রবিউল ২/৪২, মাসুম ০/১২)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান