শাইনপুকুরকে হারিয়ে আবাহনীর টানা চতুর্থ জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2019 04:55 PM BdST Updated: 19 Mar 2019 05:55 PM BdST
শুরুতে ছোবল দিলেন রুবেল হোসেন। আঁটসাঁট বোলিংয়ে মিডল অর্ডারকে ডানা মেলতে দিলেন না স্পিনাররা। হাতের নাগালে থাকল আবাহনীর লক্ষ্য। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানলেন ওয়াসিম জাফর। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে আবাহনী। ২০৪ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় মোসাদ্দেক হোসেনের দল। তাতে টানা চতুর্থ হারের স্বাদ পায় শাইনপুকুর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শাইনপুকুরের। ৪০ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
রান আউট হয়ে যান নিউ জিল্যান্ড থেকে ফিরে প্রথমবারের মতো এবারের আসরে খেলতে নামা ওপেনার সাদমান ইসলাম। সাব্বির হোসেন ও উদয় কাউলকে ফিরিয়ে দেন রুবেল।
তৌহিদ হৃদয়ের সঙ্গে ৮১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আফিফ হোসেন। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা শাইনপুকুর অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক। ৫৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে এলবিডব্লিউ হয়ে যান আফিফ।
এরপর তেমন কোনো জুটি গড়তে পারেনি শাইনপুকুর। সাবধানী ব্যাটিংয়ে ৭৪ বলে এক চারে ৩৯ রান করা হৃদয়কে থামান নাজমুল ইসলাম অপু। পরের ব্যাটসম্যানরা সেভাবে টানতে পারেননি দলকে।
৪১ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার মোসাদ্দেক। দুটি করে উইকেট নেন রুবেল ও অপু।
রান তাড়ায় সৌম্য সরকারের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুটিতে আবাহনীকে ভালো শুরু এনে দেন ভারতীয় ব্যাটসম্যান জাফর।
নিউ জিল্যান্ড থেকে ফিরে প্রথমবারে মতো এবারের আসরে খেলতে নামা সৌম্যকে বোল্ড করে থামান শুভাগত হোম চৌধুরী। বাঁহাতি ওপেনারের ৫৭ বলে খেলা ৩৩ রানের ইনিংস গড়া একটি করে ছক্কা-চারে।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৮৫ রানের আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে এগিয়ে নেন জাফর। ৫২ বলে ৪২ রান করা শান্তকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
তরুণ এই পেসার পরে ধরেন আরও বড় শিকার। ফিরিয়ে দেন জাফরকে। ভারতীয় অভিজ্ঞ এই ওপেনার ১০৬ বলে চারটি চারে করেন ৭৬ রান। মোসাদ্দেককে বোল্ড করে দ্রুত ফিরিয়ে দেন শরিফুল। রান আউট হয়ে ফিরে যান মোহাম্মদ মিঠুন।
মুনিম শাহরিয়ারকে নিয়ে বাকিটা সহজেই সারেন সাব্বির রহমান। দুই চারে ২৩ বলে ২১ রান করেন মুনিম। এক চারে ১৩ রানে অপরাজিত থাকেন সাব্বির।
৪৪ রানে ৩ উইকেট নেন শাইনপুকুরের বাঁহাতি পেসার শরিফুল।
শট খেলা সহজ নয় এমন উইকেটে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাফর।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২০৩/৯ (সাদমান ১৬, সাব্বির ১০, উদয় ০, হৃদয় ৩৯, আফিফ ৪৮, শুভাগত ১২, ধীমান ২২, শুভ ২৪*, দেলোয়ার ২, টিপু ৫, শরিফুল ৭*; মাশরাফি ০/১৪, রুবেল ২/২৮, সৌম্য ০/২৭, নাজমুল ২/৪১, সানজামুল ১/৪২, মোসাদ্দেক ৩/৪১, শান্ত ০/১)
আবাহনী: ৪৮.৩ ওভারে ২০৬/৫ (জাফর ৭৬, সৌম্য ৩৩, শান্ত ৪২, মিঠুন ১৫, মোসাদ্দেক ২, সাব্বির ১৩*, মুনিম ২১*; দেলোয়ার ০/২৬, শুভাগত ১/২৭, টিপু ০/৩৪, শরিফুল ৩/৪৪, শুভ ০/৪৭, আফিফ ০/১৭, সাব্বির ০/৯)
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ওয়াসিম জাফর
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ