শেষ বলে শফিউলের চারে মোহামেডানের নাটকীয় জয়

ভীষণ চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রাখলেন শফিউল ইসলাম। নিজের জোনে না পাওয়ায় শেষ ওভারে ডট খেললেন টানা তিন বল। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জয়ের জন্য সমীকরণ দাঁড়াল, শেষ বলে দুই রান। বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে কাভার দিয়ে দুর্দান্ত এক চারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জয়ের বন্দরে নিয়ে গেলেন শফিউল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2019, 11:07 AM
Updated : 15 March 2019, 11:39 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রকিবুল হাসানের দল। ২৪৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য শেষ বলে পেরিয়ে যায় তারা।

বারবার রঙ পাল্টানো ম্যাচে পার্থক্য গড়ে দেন অফ স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী। ৫১ বলে খেলা তার ৭০ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে টানা তৃতীয় জয় তুলে নেয় মোহামেডান। অন্য দিকে প্রথম হারের স্বাদ পায় দোলেশ্বর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। দুই অঙ্ক ছোঁয়ার আগে ফিরে যান দুই ওপেনার। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ফরহাদ হোসেন ও জসিমউদ্দিন।

৬৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দোলেশ্বরকে টানেন মার্শাল আইয়ুব ও তাইবুর রহমান। পঞ্চম উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। ৭৬ বলে দুই ছক্কা আর তিন চারে ৭২ রান করা মার্শালকে বিদায় করে জুটি ভাঙেন সাকলাইন সজীব।

মার্শালের বিদায়ের পর ৮৩ বলে ছয় চার ও এক চারে অপরাজিত ৭২ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যান বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর।

মোহামেডানের পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন ৪৯ রানে। শফিউল ৬৪ রানে নেন তিনটি।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি মোহমেডানের। ৫১ রানের মধ্যে ফিরে যান প্রথম চার ব্যাটসম্যান। থিতু হয়ে বিদায় নেন ইরফান শুক্কুর ও নাদিফ চৌধুরী। ১২৫ রানে প্রথম সাাত ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় দলটি।

আলাউদ্দিনের সঙ্গে ৭৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সোহাগ। ৪৩ বলে ৩৮ রান করা আলাউদ্দিনকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙেন সৈকত আলী।

বোলারদের ওপর চড়াও হয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সোহাগ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। ৫১ বলে ছয় ছক্কা ও তিন চারে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলা এই অফ স্পিনিং অলরাউন্ডারকে ফিরিয়ে দোলেশ্বরের জয়ের আশা জাগান ফরহাদ রেজা।

তবে শেষরক্ষা করতে পারেননি দোলেশ্বর। সাকলাইন সজীবকে নিয়ে বাকিটা সারেন শফিউল।

ঝড়ো ফিফটি আর আঁটসাঁট বোলিংয়ে নেওয়া এক উইকেট ম্যাচ সেরার সেরার পুরস্কার এনে দেয় অফ স্পিনিং অলরাউন্ডর সোহাগকে।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪৮/৮ (সাইফ ৯, সৈকত ৫, ফরহাদ ১৯, জসিম ২০, মার্শাল ৬৮, তাইবুর ৭২*, নাসিম ১৭, রেজা ৭, মাহমুদুল ১৬; শফিউল ৩/৬৪, আলাউদ্দিন ৩/৪৯, সাকলাইন ১/৪০, ডি সিলভা ০/৫৪, সোহাগ ১/৩৭)

মোহামেডান: ৫০ ওভারে ২৫১/৯ (অভিষেক ১১, মজিদ ২, তুষার ১৯, রকিবুল ১৬, শুক্কুর ৩০, নাদিফ ৩০, ডি সিলভা ১২, সোহাগ ৭০, আলউদ্দিন ৩৮, শফিউল ১০*, সাকলাইন ১*; সানি ০/৩৯, রেজা ৪/৫৫, এনামুল জুনিয়র ১/৩৮, সৈকত ২/৫২, মাহমুদুল ০/২৬, নাসিম ২/২৮, তাইবুর ০/৭)

ফল: মোহামেডান ১ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সোহাগ গাজী