মেহেদির ছোবল, মিজানুরের ফিফটি

সাত সকালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ব্যাটিং এলোমেলো করে দিলেন মেহেদি হাসান। মিডল অর্ডার খানিকটা লড়াই করলেও বেশিদূর যেতে পারল না নুরুল হাসান সোহানের দল। ছোট লক্ষ্য তাড়ায় দলকে পথ দেখালেন মিজানুর রহমান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 10:54 AM
Updated : 11 March 2019, 10:54 AM

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭ উইকেটে জিতেছে মোহাম্মদ শরীফের দল। ১৮১ রানের লক্ষ্য ৭৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় ব্রাদার্স। টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন শেখ জামাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদির তোপে এলোমেলো হয়ে যায় শেখ জামাল। নবম ওভারে ১৬ রানের মধ্যে হারিয়ে ফেলে তিন উইকেট।

মিডল অর্ডারে ছোবল দেন বাঁহাতি স্পিনার শাখাওয়াত হোসেন। ভালো শুরুটা বড় করতে পারেননি রাকিন আহমেদ ও তানবীর হায়দার। দুই অঙ্ক ছুঁয়ে বিদায় নেন সোহান ও জিয়াউর রহমান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে ৬৪ বলে তিন চারে ৪২ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে ১৮০ পর্যন্ত নিয়ে যান ইলিয়াস সানি।

আঁটসাঁট বোলিংয়ে মেহেদি ২৫ রানে নেন ৩ উইকেট। শাখাওয়াত তিন উইকেট নেন ৩৫ রানে।

রান তাড়ায় শুরুতেই জুনায়েদ সিদ্দিককে হারায় ব্রাদার্স। থিতু হয়ে ফিরে যান কিপার-ব্যাটসম্যান হামিদুল ইসলাম। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করা মিজানুর দ্রুত এগিয়ে নেন দলকে। অভিজ্ঞ ডানহাতি ওপেনারের ৭১ বলে খেলা ৭১ রানের ইনিংস গড়া ১০টি চারে।

ছন্দে থাকা ইয়াসির আলীকে নিয়ে বাকিটা সহজেই সারেন চিরাগ জানি। ভারতীয় এই অলরাউন্ডার ৬৬ বলে চারটি চার দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে। ইয়াসির এক চার ও দুই ছক্কায় ৩৫ বলে করেন ৩২ রান।

বোলারদের জন্য বেশ সহায়তা থাকা উইকেটে ৭১ রানের ঝকঝকে ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন মিজানুর।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৭.৫ ওভারে ১৮০ (ইমতিয়াজ ০, হাসান ৬, রাকিন ৩৪, নাসির ৭, তানবীর ৩২, সোহান ১৬, জিয়া ১২, সানি ৪২, শহিদুল ১০, শাকিল ১৫, আফ্রিদি ১*; শরীফ ২/৩৫, মেহেদি ৩/২৫, নাঈম জুনিয়র ০/২৪, জানি ০/২০, শরিফউল্লার ১/৪১, শাখাওয়াত ৩/৩৫)

ব্রাদার্স ইউনিয়ন: ৩৬.৫ ওভারে ১৮৩/৩ (মিজানুর ৭১, জুনায়েদ ৮, হামিদুল ১৯, জানি ৫০*, ইয়াসির ৩২*; শহিদুল ২/৩০, শাকিল ০/৩২, জিয়া ০/২৫, আফ্রিদি ০/৩০, তানবীন ১/৫১, নাসির ০/১৫)

ফল: ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মিজানুর রহমান