এবার ৭১ রানেই শেষ উইন্ডিজ

সেই একই মাঠ, খেলা একই উইকেটে। ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেল নিজেদের আগের ম্যাচের রানকে। তবে সেই উন্নতিতে স্বস্তি নয়, বরং মিশে থাকল শ্লেষ। ৪৫ রানে অলআউটের বিব্রতকর অভিজ্ঞতার পর এবার ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৭১ রানে। ডেভিড উইলি ও মার্ক উডের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ড জিতেছে সহজে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 01:38 AM
Updated : 11 March 2019, 03:34 AM

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে।

সেন্ট কিটসে আগের ম্যাচে দ্বাদশ ওভারে গুটিয়ে যাওয়া ক্যাবিয়ানরা এবার খেলতে পেরেছে ১৩ ওভার। ৭২ রানের লক্ষ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে ৫৭ বল বাকি রেখে।

বল বাকি রেখে জয়ের হিসেবে ইংল্যান্ডের এটি রেকর্ড ব্যবধানের জয়। ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৪ বল আগে জয় ছিল আগের সেরা।

৩ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা উইলি। টি-টোয়েন্টিতে এই বাঁহাতি পেসারের এটি প্রথম ৪ উইকেট। ৩ ওভারে ৯ রান দিয়ে উডের শিকার ৩টি।

ক্যারিবিয়ানদের পতনের শুরু ম্যাচের প্রথম বল থেকেই। টস জিতে ব্যাটিংয়ে নামা দলের ওপেনার শেই হোপ ক্যাচ তুলে দেন শর্ট কাভারে।

নিজের পরের ওভারে শিমরন হেটমায়ারকে ফেরান উইলি। তৃতীয় ওভারে শিকার জন ক্যাম্পবেল ও ড্যারেন ব্রাভো। উইলির কাছে প্রথম চার ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

দলের চার ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক। কিন্তু সর্বোচ্চ মাত্র ১১। যে দলের ব্যাটিং অর্ডারে আট নম্বরে কার্লোস ব্র্যাথওয়েটের মতো ব্যাটসম্যান, তারাই মুখ থুবড়ে পড়ল টানা দুই ম্যাচে।

রান তাড়ায় প্রথম ওভারেই অ্যালেক্স হেলসের ব্যাটে আসে দুই চার, এক ছক্কা। ১৩ বলে ২০ রান করে হেলস বিদায় নিলেও দলকে এগিয়ে নেন জনি বেয়ারস্টো।

৩১ বলে ৩৭ করা বেয়ারস্টোকে ফেরান দেবেন্দ্র বিশু। এই লেগ স্পিনারকেই টানা দুই বলে চার ও ছক্কায় দলকে জিতিয়ে ফেরেন অধিনায়ক ওয়েন মর্গ্যান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৩ ওভারে ৭১ (হোপ ০, ক্যাম্পবেল ১১, হেটমায়ার ৮, ব্রাভো ৪, হোল্ডার ১১, পুরান ১১, অ্যালেন ৭, ব্র্যাথওয়েট ০, বিশু ৩*, কটরেল ৪, ম্যাককয় ১০; উইলি ৪/৭, কারান ০/৮, জর্ডান ০/১৪, ডেনলি ১/১৪, উড ৩/৯, রশিদ ২/১৮)

ইংল্যান্ড: ১০.৩ ওভারে ৭২/২ (হেলস ২০, বেয়ারস্টো ৩৭, রুট ৪*, মর্গ্যান ১০*; কটরেল ০/১৬, অ্যালেন ০/২৫, হোল্ডার ১/১৯, বিশু ১/১১, ক্যাম্পবেল ০/১)।

ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ৩-০ তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ডেভিড উইলি

ম্যান অব দা সিরিজ: ক্রিস জর্ডান