দারুণ শুরুর পরও পথ হারাল বাংলাদেশ
আরিফুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2019 03:38 AM BdST Updated: 10 Mar 2019 04:53 PM BdST
আউটফিল্ডের মতো উইকেটও সবুজের গালিচা। দুই দিন ঢেকে রাখা উইকেটে ভরপুর আর্দ্রতা। নিউ জিল্যান্ডের একাদশে পাঁচ পেসার। টস হেরে ব্যাটিংয়ে নামা দলের চ্যালেঞ্জ ছিল অনেক। এরপরও বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু সুইং সামাল দেওয়া ব্যাটসম্যানদের তাড়া করল শর্ট বলের পুরোনো ভূত। ব্যাটিং ধসে দুই সেশনেই শেষ হলো ইনিংস।
প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে ওয়েলিংটন টেস্টে শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই। আশা জাগানিয়া শুরুর করেও বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১১ রানে। শনিবার তৃতীয় দিন শেষে নিউ জিল্যান্ড করেছে ২ উইকেটে ৩৮।
এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১১৯। লাঞ্চের সময় রান ছিল ৩ উইকেটে ১২৭। কিন্তু দ্বিতীয় সেশনে বিধ্বস্ত হয়েছে ৭ উইকেট হারিয়ে।
প্রথম টেস্টে কিউইদের অন্যতম নায়ক নিল ওয়েগানার এবার শর্ট বলের ছোবলে নিয়েছেন চার উইকেট। প্রথম স্পেলে বিবর্ণ বোল্ট পরে তিন ওভারে তিন উইকেট নিয়ে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের লেজ।
অথচ বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল অনেক শঙ্কাকে সঙ্গী করে। কিন্তু তামিম ইকবাল ও সাদমান ইসলামের প্রত্যয়ী ব্যাটিং সরিয়ে দিয়েছিল শঙ্কার মেঘ।

আরেকপাশে সাদমান ছিলেন আঁটসাঁট। অনভিজ্ঞ হলেও তার ব্যাটিংয়ে ছিল না অস্বস্তি। বল ছাড়া ও ঠেকানোর ফাঁকে দারুণ কিছু শট খেলেছেন তিনিও।
৪ স্লিপ, ১ গালি রেখে বোলিং শুরু করেছিলেন ট্রেন্ট বোল্ট। ক্রমে ছড়াতে থাকে ফিল্ডিং। দ্বাদশ ওভারেই বাংলাদেশ ছুঁয়ে ফেলে পঞ্চাশ। তাতে গড়া হয়ে যায় বিরল এক কীর্তি। এটি ছিল সিরিজে বাংলাদেশের টানা তৃতীয় অর্ধশত রানের উদ্বোধনী জুটি। নিউ জিল্যান্ডে কোনো সফরকারী দলের শুরুর জুটি টানা তিন ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছে টেস্ট ইতিহাসে কেবল আর একবারই। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকা এটি পেরেছিল গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের জুটিতে।
শেষ পর্যন্ত জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। স্পেলের ষষ্ঠ ওভারে অ্যাঙ্গেল বদলে রাউন্ড দা উইকেটে এসে সাদমানকে ফেরান ২৭ রানে। আগের টেস্টে ৫৭ ও ৮৮ রানের পর এবার বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এসেছে ৭৫ রান।
সঙ্গীকে হারিয়েও তামিমের ছন্দপতন হয়নি। শুরুতে একটু নড়বড়ে মনে হলেও পরে সামলে নেন তিনে নামা মুমিনুল হক। গড়ে উঠছিল আরেকটি সম্ভাবনাময় জুটি।
কিন্তু লাঞ্চের আগে সব এলোমেলো করে দেন নিল ওয়েগনার। তার শক্তি শর্ট বোলিং; এই উইকেটে কিউই অধিনায়ক লম্বা সময় আস্থা রেখেছিলেন সুইং বোলারদের ওপর। প্রথম ৩০ ওভারে তাই বোলিং পাননি ওয়েগনার। শেষ পর্যন্ত তার শর্ট বলই হয়েছে কার্যকর।
আগের টেস্টের মতোই লেগ স্টাম্পের বাইরের শর্ট বল ছাড়তে গিয়ে গ্লাভস ছুঁইয়ে দিয়েছেন মুমিনুল। ভেঙেছে ৪৪ রানের জুটি। লাঞ্চের ঠিক আগের বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট ছুঁইয়ে দিয়েছেন মোহাম্মদ মিঠুন।

দলের হতাশা পরে বেড়েছে আরও। আগের টেস্টের দুই সেঞ্চুরিয়ান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহও ফিরেছেন উইকেট উপহার দিয়ে। ম্যাট হেনরিকে মাথার ওপর দিয়ে দুর্দান্ত ছক্কায় উড়িয়েছিলেন সৌম্য। আউটও হয়েছেন দলে ফেরা এই পেসারের শর্ট বলে।
ওয়েগনারের লেংথ বল শর্ট ভেবে বিভ্রান্ত হয়ে উইকেট দিয়েছেন মাহমুদউল্লাহ। লাঞ্চের পর টানা ১০ ওভারের স্পেলে বাংলাদেশকে নাড়িয়ে দেন ওয়েগনার।
এরপর কিছুটা লড়েছেন লিটন দাস। তাইজুল ইসলাম চেষ্টা করেছেন সাধ্যমত। সপ্তম উইকেটে ৩৮ রানের জুটি গড়েছেন দুজন। কিন্তু শেষ দিকে ছোবল দেন বোল্ট। এক ওভারে ফেরান তাইজুল ও মুস্তাফিজুর রহমানকে।
লিটনকে ৩৩ রানে ফিরিয়ে সাউদি নিয়েছেন প্রথম উইকেট। ৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ থমেকে গেছে চা বিরতির আগেই।
ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুতেও বাংলাদেশ ছিল দাপুটে। সহায়ক উইকেটে নতুন বলের ব্যবহারে উপযুক্ত ব্যবহারে আবু জায়েদ ও ইবাদত হোসেন ছাপিয়ে যান বোল্ট-সাউদিকে। বাংলাদেশের দুই পেসারই ছিলেন অসাধারণ। দারুণ লাইন-লেংথ ও সুইংয়ে ভোগান জিত রাভাল ও টম ল্যাথামকে।

রস টেইলর নেমে শুরু করেন পাল্টা আক্রমণ। ৪টি চারে ১৯ করে ফেলেন ১৩ বলে। লড়াইটা যখন জমে উঠছে, বৃষ্টি হানা দেয় আবার। ২৫.২ ওভার আগেই শেষ হয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ২১১ (তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মুস্তাফিজ ০, আবু জায়েদ ৪, ইবাদত ০*; বোল্ট ১১-৩-৩৮-৩, সাউদি ১৫-২-৫২-১, ডি গ্র্যান্ডহোম ৭-০-১৫-১, হেনরি ১৫-০-৬৭-১, ওয়েগনার ১৩-৪-২৮-৪)।
নিউ জিল্যান্ড: ১১.২ ওভারে ৩৮/২ (রাভাল ৩, ল্যাথাম ৪, উইলিয়ামসন ১০*, টেইলর ১৯*; আবু জায়েদ ৬-২-১৮-২, ইবাদত, ৫.৪-২-১৮-০)।
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে