ওয়েলিংটনে টস হলো না দুই দিনেও

আগের দিনের খেলা ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিন টস হওয়ার কথা ছিল আধ ঘণ্টা আগে। কিন্তু বৃষ্টি সেই সুযোগ দিলে তো! টস হতে পারল না দ্বিতীয় দিনেও। বাংলাদেশ-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলাই ভেসে গেল বৃষ্টিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2019, 09:55 PM
Updated : 9 March 2019, 04:04 AM

আগের দিনের মতো অবশ্য টানা বৃষ্টি হয়নি শনিবার। বৃষ্টি থেমেছে কয়েকবার, আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন কয়েক দফায়। সকালে হোটেল বন্দী থাকলেও পরে মাঠে এসেছেন ক্রিকেটাররা। মাঠ শুকানোর কাজও চলেছে। কিন্তু খেলা শুরুর সম্ভাবনায় আবার জল ঢেলেছে আবহাওয়া। দিন জুড়ে আশা নিয়ে অপেক্ষা করে বিকেল সাড়ে ৪টায় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।

ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট

মাঠ ও উইকেটের কাভার সরানোয় এদিন প্রথমবারের মতো দেখা গেছে টেস্টের উইকেটের চেহারা। বাংলাদেশের জন্য যেটি দিচ্ছে শঙ্কার বার্তা। সবুজ ঘাসে ঢাকা উইকেট মাঠ থেকে আলাদা করাই কঠিন!

টেস্ট কার্যত এখন তিন দিনের ম্যাচে পরিণত হওয়ায় ফলো অন নির্ধারিত হবে দেড়শ রানের ব্যবধানে।

হ্যামিল্টনে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে নিউ জিল্যান্ড।