চুক্তিতে ঢুকেই ৫ কোটি পাচ্ছেন পান্ত

আগেরবারের চুক্তিতে আলোচনায়ও ছিল না তার নাম। কিন্তু গত অগাস্টে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক থেকে উইকেটের সামনে-পেছনে পারফরম্যান্স এতটাই দুর্দান্ত যে, এবার চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ রিশাভ পান্ত। ভারতের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেই এই কিপার-ব্যাটসম্যান জায়গা পেলেন ‘এ’ গ্রেডে। দ্বিতীয় শীর্ষ এই গ্রেডের বাৎসরিক পারিশ্রমিক ৫ কোটি রূপি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2019, 08:20 AM
Updated : 8 March 2019, 09:17 AM

শীর্ষ গ্রেড ‘এ প্লাসে’ গত চুক্তিতে ৫ জন থাকলেও এবার আছেন কেবল তিন জন। অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ ধরে রেখেছেন অবস্থান। তবে ‘এ প্লাস’ থেকে ‘এ’ গ্রেডে নেমে গেছেন শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার। ‘এ প্লাস’ গ্রেডের পারিশ্রমিক ৭ কোটি রূপি।

গত মৌসুমে তিন সংস্করণে নিয়মিত বিবেচিত হতে পারেননি বলেই ধাওয়ান ও ভুবনেশ্বরের এই অবনমন। ধাওয়ানের পারফরম্যান্সে ছিল অনেক উঠা-নামা। ভুবনেশ্বরকে ভুগতে হয়েছে চোটের কারণে। চোটের কারণে দলকে থেকে ছিটকে পড়া ঋদ্ধিমান সাহা ‘এ’ গ্রেড থেকে নেমে গেছেন ‘সি’ গ্রেডে।

নতুন চুক্তিতে সুখবর পেয়েছেন দুই পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নতি হয়ছে তিনজনেরই।

‘এ’ গ্রেড থেকে একবারেই চুক্তির বাইরে চলে গেছেন একসময় টেস্ট দলের প্রথম পছন্দের ওপেনার মুরালি বিজয়। পাশাপাশি আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, আকসার প্যাটেল, জয়ন্ত যাদব ও করুন নায়ার।

  উল্লেখযোগ্য পারফরমারদের মধ্যে চুক্তিতে জায়গা পাননি পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল ও বিজয় শঙ্কর।

এবার জায়গা পেয়েছেন ২৫ ক্রিকেটার। গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তির মেয়াদ।  

কে কোন গ্রেডে:

গ্রেড ‘এ প্লাস’ (৭ কোটি রূপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ।

গ্রেড ‘এ’ (৫ কোটি রূপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিশাভ পান্ত।

গ্রেড ‘বি’ (৩ কোটি রূপি): লোকেশ রাহুল, উমেশ যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্দিক পান্ডিয়া।

গ্রেড ‘সি’ ( ১ কোটি রূপি): কেদার যাদব, দিনেশ কার্তিক, আম্বাতি রায়ডু, মনিশ পান্ডে, হনুমা বিহারি, খলিল আহমেদ, ঋদ্ধিমান সাহা।