জহুরুলের ব্যাটে প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2019 01:25 PM BdST Updated: 08 Mar 2019 01:26 PM BdST
-
ফাইল ছবি
বিপিএলটা এবার ভালো কাটেনি জহুরুল ইসলামের। আঙুলের চোটের কারণে দর্শক হয়ে থাকতে হয়েছে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও। মাঠে ফিরলেন প্রিমিয়ার লিগের একদিনের আসরে। প্রথম ম্যাচেই অভিজ্ঞ ব্যাটসম্যান উপহার দিলেন সেঞ্চুরি।
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন জহুরুল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার আবাহনী লিমিটেডের ব্যাটসম্যান করেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১২১ রান।
বিকেএসপির বিপক্ষে এ দিন ইনিংস শুরু করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন জহুরুল। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন। বিচ্ছিন্নভাবে সবুজের ছোঁয়া উইকেটে, ঘাসের ফাঁকে ফাঁকে আবার ন্যাড়া। শুরুতে ছিল মুভমেন্ট, ইনিংস জুড়ে বাউন্স ছিল একটু অসমান। এই উইকেটেই দারুণ খেলে দলকে টেনে নিয়েছেন জহুরুল।
টস হেরে ব্যাটিং নেমে আবাহনী শুরুতে পড়েছিল বিপাকে। এক প্রান্তে জহুরুল টিকে থাকলেও আরেক প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত। সাব্বির রহমান যখন আউট হলেন, ষোড়শ ওভারে আবাহনী রান ছিল ৪ উইকেটে ৫৩।
পঞ্চম উইকেটে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন জহুরুল। ৫৫ করে বিদায় নেন সাইফ। এই জুটি ভাঙার পর বলতে গেলে একার ব্যাটে এগিয়ে নিয়েছেন দলকে। ৭৯ বলে করেছিলেন ফিফটি। ১৩২ বলে স্পর্শ করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি।
চালিয়ে গেছেন এরপরও। ইনিংসের শেষ ওভারেও তিনটি বাউন্ডারি আসে জহুরুলের ব্যাটে। ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান তোলে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। জহুরুল একাই করেছেন ১৩ চার ও ১ ছক্কায় ১৪৭ বলে অপরাজিত ১২১ রান।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়