রান দেওয়ার ডাবল সেঞ্চুরিতে মিরাজের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2019 09:14 AM BdST Updated: 02 Mar 2019 09:14 AM BdST
ডাবল সেঞ্চুরি ছুঁয়ে যখন ইনিংস ঘোষণা করলেন কেন উইলিয়ামসন, সবচেয়ে বেশি হাঁফ ছেড়ে বাঁচলেন হয়তো মেহেদী হাসান মিরাজ। আরেকটু হলেই যে তার রান খরচ ছুঁতে চলেছিল আড়াইশ! অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে অবশ্য এই অফ স্পিনারের নাম উঠে গেছে আগেই।
নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ৪৯ ওভারে ২৪৬ রান দিয়েছেন মিরাজ। এক ইনিংসে এত রান দেননি বাংলাদেশের আর কোনো বোলার।
অস্বস্তির এই রেকর্ড থেকে মিরাজ মুক্তি দিয়েছেন তাইজুল ইসলামকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৬৭.৩ ওভার বোলিং করে এই বাঁহাতি স্পিনার দিয়েছিলেন ২১৯ রান। তাইজুলের খরুচে বোলিংয়ের ওই ইনিংসে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৭১৩ রানে। এবার মিরাজকে গুঁড়িয়ে নিউ জিল্যান্ড ইনিংস ছেড়েছে ৬ উইকেটে ৭১৫ রানে।
রান দেওয়ার ডাবল সেঞ্চুরি নেই এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারের। এর আগে রেকর্ডটি ছিল যৌথভাবে মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর। ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ৪৫ ওভারে ১৮১ রান দিয়েছিলেন রফিক। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৪৮ ওভারে ঠিক ১৮১ রানই দেন সোহাগ।
এক ইনিংসে রান দেওয়ার বিশ্বরেকর্ডে মিরাজের জায়গা এখন ছয়ে। সেই ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন চাক ফ্লিটউড-স্মিথ। রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার সাবেক এই চায়নাম্যান বোলারের।
১৯৯৭ সালে কাছাকাছি গিয়েছিলেন রাজেশ চৌহান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ওভারে ২৭৬ রান দিয়েছিলেন ভারতীয় অফ স্পিনার।
রেকর্ডের একটি বিব্রতকর জায়গায় অবশ্য মিরাজই সবার ওপরে। ইনিংসে কমপক্ষে ৪৫ ওভার বোলিং করে ওভারপ্রতি পাঁচের বেশি রান দেওয়া টেস্ট ইতিহাসে একমাত্র বোলার তিনি। ওভারে গড়ে ৫.০২ করে রান দিয়েছেন মিরাজ। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় ওভারপ্রতি ৪.৭৯ করে রান দিয়েছিলেন খান মোহাম্মদ। ৫৪ ওভার বোলিং করে পাকিস্তানি পেসার গুনেছিলেন ২৫৯ রান।
-
লিটন-সাকিব জুটির ব্যাটিংয়ে লিড পেল বাংলাদেশ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল