৩১ ধাপ এগিয়ে সেরা দশে জাজাই
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2019 07:46 PM BdST Updated: 01 Mar 2019 07:46 PM BdST
-
ছবি: আফগানিস্তান ক্রিকেট
৪২ বলে সেঞ্চুরি। ৬২ বলে ১৬ ছক্কায় অপরাজিত ১৬২। আয়ারল্যাণ্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী সেই ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিয়েছেন হজরতউল্লাহ জাজাই। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে আফগান ওপেনার উঠেছেন সাতে।
ভারতের বিপক্ষে সিরিজে ৫৬ ও অপরাজিত ১১৩ রানের ম্যাচ জেতানো দুটি ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েল এগিয়েছেন দুই ধাপ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এখন তিনে। এই দুই ম্যাচে ৩৭ ও ৪০ রানের ইনিংস খেলে আরেক অস্ট্রেলিয়ান ডার্সি শর্ট আট ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন আটে।
একই সিরিজের দুই ম্যাচে ৯৭ রান করে ভারতের লোকেশ রাহুল দশ থেকে উঠেছেন ছয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৯ ও শেষ ম্যাচে ৮১ করে আফগানিস্তানের মোহাম্মদ নবি এগিয়েছেন ১২ ধাপ, উঠেছেন ৩০ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে আগের মতোই আছেন পাকিস্তানের বাবর আজম ও নিউ জিল্যান্ডের কলিন মানরো। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান ৩১ নম্বরে থাকা মাহমুদউল্লাহ।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও সংহত করেছেন রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টানা চার বলে উইকেট নিয়ে এই লেগ স্পিনার গড়েছেন রেকর্ড। সিরিজের ৩ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে জাসপ্রিত বুমরাহ জায়গা পেয়েছেন ১৫ নম্বরে। বাংলাদেশের শীর্ষ বোলার সাতে থাকা সাকিব আল হাসান।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ম্যাক্সওয়েল, দুই ও তিনে সাকিব ও নবি। মাহমুদউল্লাহ আছেন চারে।
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- মুকুল বোস মারা গেছেন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম