গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৬ উইকেটে ৪১৮ রানের বড় সংগ্রহ গড়ার পথে ২৪ ছক্কা হাঁকায় ওয়েন মর্গ্যানের দল। প্রথম ওয়ানডেতে ২৩ ছক্কায় রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডেতে এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ছক্কা ছিল ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত বছর নটিংহ্যামে ৪৮১ রান করার পথে ইংলিশরা মেরেছিল ২১ ছক্কা।
ইংল্যান্ডের রেকর্ড গড়ায় সবচেয়ে বড় অবদান জস বাটলারের। ২৬তম ওভারে ক্রিজে যাওয়া এই কিপার-ব্যাটসম্যান ৭৭ বলে ১৫০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে হাঁকান ১২ ছক্কা। অধিনায়ক মর্গ্যান ৮৮ বলে ১০৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ছয়বার বল উড়িয়ে সীমানার বাইরে পাঠান।
৭৩ বলে ৮২ রান করার পথে দুটি ছক্কা হাঁকান অ্যালেক্স হেলস। আরেক ওপেনার জনি বেয়ারস্টোর ৪৩ বলে খেলা ৫৬ রানের ইনিংসে ছক্কা চারটি।
ছক্কার হাত থেকে নিস্তার পাননি স্বাগতিকদের কোনো বোলার। সবচেয়ে বেশি ছয়টি ছক্কা হজম করেন অধিনায়ক জেসন হোল্ডার। চারটি করে ছক্কা আসে দেবেন্দ্র বিশু, শেলডন কটরেল ও ওশেন টমাসের বল থেকে। তিনটি করে ছক্কা হজম করেন অ্যাশলি নার্স ও ক্রেইগ ব্র্যাথওয়েট।