রনির ঝড়ো ইনিংস, আবু হায়দারের ছোবল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2019 01:34 PM BdST Updated: 26 Feb 2019 07:11 PM BdST
বিস্ফোরক ব্যাটিংয়ে সুর বেঁধে দিলেন রনি তালুকদার। সাজ্জাদুল হক, মাইশুকুর রহমানের ঝড়ো ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স গড়ল বড় সংগ্রহ। শুরুতেই বিকেএসপিকে কাঁপিয়ে দিলেন আবু হায়দার। সহজ জয়ে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শুরু করল শামসুর রহমানের দল।
‘ডি’ গ্রুপের ম্যাচে ২৭ রানে জিতেছে গাজী। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে ৯৬ রান করে বিকেএসপি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার বৃষ্টির বাধায় ১০ ওভারে নেমে আসে ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে নবাগত বিকেএসপির বোলারদের ওপর চড়াও হন গাজীর দুই ওপেনার রনি ও ওয়ালিউল করিম। ৫.১ ওভারে শুরু জুটি তুলে ফেলে ৬২ রান।
ষষ্ঠ ওভারে দুই ওপেনারের সঙ্গে অধিনায়ক শামসুরকে বিদায় করেন নৌশাদ ইকবাল। ১৮ বলে দুটি করে ছক্কা-চারে ২৫ রান করেন কিপার-ব্যাটসম্যান ওয়ালিউল। ১৬ বলে চার ছক্কা আর দুটি চারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলা রনি ফিরেন বোল্ড হয়ে।
দ্রুত ৩ উইকেট হারালেও ভাটা পড়েনি গাজীর রানের গতিতে। ৮ বলে দুই ছক্কা আর এক চারে ২০ রান করেন সাজ্জাদুল। মাইশুকুর ও তৌহিদ তারেকের শেষের ঝড়ে ১২৩ পর্যন্ত যায় গাজী।
বিকেএসপির ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নৌশাদ ৩ উইকেট নেন ২০ রানে।
বড় রান তাড়ায় আবু হায়দারের ছোবলে শুরুতেই এলোমেলো হয়ে যায় বিকেএসপি। ৬ রানের মধ্যে হারিয়ে ফেলে তিন উইকেট, যার দুটি নেন বাঁহাতি পেসার আবু হায়দার।
চতুর্থ উইকেটে আমিনুল ইসলাম ও আকবর আলীর ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বিকেএসপি। ২০ বলে চার ছক্কা ও দুই চারে ৪৩ রান করে ফিরেন অনূর্ধ্ব-১৯ দলের কিপার-ব্যাটসম্যান আকবর। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন আমিনুল।
২ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪১ রান করা রনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১০ ওভারে ১২৩/৪ (রনি ৪১, ওয়ালিউল ২৫, শামসুর ১, সাজ্জাদুল ২০, মাইশুকুর ১৯*, তারেক ১১*; সুমন ০/২৯, মুরাদ ১/১৮, নৌশাদ ৩/২০, মুকিদুল ০/২৪, কাইয়ুম ০/৩১)
বিকেএসপি: ১০ ওভারে ৯৬/৪ (ফাহাদ ০, রাতুল ২, শামিম ৪, আমিনুল ৩৪*, আকবর ৪৩, কাইয়ুম ৯*; আবু হায়দার ২/২, মেহেদি ১/২২, রায়হান ০/৩১, রাব্বি ১/১৭, রানা ০/)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রনি তালুকদার
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
-
৫ উইকেটের ভালো লাগা নিয়ে দলের ভালোর অপেক্ষায় খালেদ
-
জরুরি বার্তায় ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি