প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায় সাদমান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019 01:03 PM BdST Updated: 23 Feb 2019 01:03 PM BdST
প্রস্তুতি ম্যাচের ৮ দিন আগে পা রেখেছেন নিউ জিল্যান্ডে। পেয়েছেন মানিয়ে নেওয়ার, অনুশীলনের সুযোগ। সাদমান ইসলামের ধারণা, সেটিই কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে। বাঁহাতি ওপেনারের আশা, প্রস্তুতি ম্যাচে নিজের ও দলের এই পারফরম্যান্স দেখা যাবে টেস্ট সিরিজে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং খুব সুবিধা না করতে পারলেও টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ভালো হয়েছে ব্যাটিং। দুই দিনের ম্যাচের প্রথম দিনে শনিবার লিংকনে বাংলাদেশ তুলেছে ৪১১ রান।
দলের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন এ দিন। চার ব্যাটসম্যান করেছেন ফিফটি। অন্যদের অনুশীলনের সুযোগ দিতে চার জন স্বেচ্ছায় নিয়েছেন অবসর। দলের সর্বোচ্চ ৬৭ এসেছে সাদমানের ব্যাট থেকে।
প্রতিপক্ষ নিউ জিল্যান্ড একাদশের বোলিং আক্রমণ অভিজ্ঞ ছিল না খুব একটা। একমাত্র তারকা ছিলেন যিনি, সেই ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন বোলিং করেছেন কেবল ৪ ওভার। তবে দিন শেষে সাদমান জানালেন, অন্য বোলাররাও যথেষ্ট ভালো ছিল। এদিনের পারফরম্যান্সকে টেস্ট সিরিজে বয়ে নিতে চান এই ওপেনার।
“আজকে ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কিভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। আজেক দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।”
“আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।”
ওয়ানডে সিরিজে দলের প্রস্তুতির ঘাটতি ফুটে উঠেছে প্রবলভাবে। বিপিএল শেষেই ছুটতে হয়েছিল সবাই। কঠিন কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ পায়নি দল। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি কয়েকজন। সিরিজ জুড়ে সেই ঘাটতি ছিল প্রকাশ্য।
তবে টেস্ট দলের যারা ওয়ানডেতে ছিলেন না, তারা নিউ জিল্যান্ড গিয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি। নিবিড়ভাবে অনুশীলনের সুযোগ তারা পেয়েছেন। সাদমানের ধারণা, সেটির প্রতিফলন পড়েছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে।
“আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কিভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে।”
“আমি আজকে চেষ্টা করেছি সেভাবেই খেলতে। টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।”
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ