শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন রাজত্ব করলেন বোলাররা। ১৯ উইকেট পড়ার দিনে শেষ বেলার ভালো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের আশা জাগিয়েছে শ্রীলঙ্কা। ইতিহাস গড়তে আর ১৩৭ রান চাই তাদের।

স্পোর্টেস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 04:34 PM
Updated : 22 Feb 2019, 04:34 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। ওশাদা ফার্নান্দো ১৭ ও কুসল মেন্ডিস ১০ রানে ব্যাট করছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলের ইনিংসে চারটি চার হাঁকিয়েছেন ওশাদা। মেন্ডিসের ব্যাট থেকে এসেছে দুটি চার।    

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৩২ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারত্নে। থিরিমান্নেকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন কাগিসো রাবাদা। থিতু হয়ে যাওয়া করুনারত্নেকে বিদায় করেন ডুয়ানে অলিভিয়ের। 

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দিনের বাকি সময় কাটিয়ে দেয় ওশাদা ও মেন্ডিসের ব্যাটে।

এর আগে সেন্ট জর্জেস পার্কে শুক্রবার ৩ উইকেটে ৬০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই হারিয়ে ফেলে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান থিরিমান্নে ও কাসুন রাজিথাকে।

আগের ম্যাচের নায়ক কুসল পেরেরা তিন চার আর এক ছক্কায় ২০ রান করে ফিরে যান। শেষের দিকে ৩৬ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংসে দলকে ১৫৪ পর্যন্ত নিয়ে যান নিরোশন ডিকভেলা।

৩৮ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কাগিসো রাবাদা। ডুয়ানে অলিভিয়ের ৩ উইকেট নেন ৬১ রানে।

৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে।

৫১ রানে তিন উইকেট হারানো স্বাগতিকরা প্রতিরোধ গড়ে হাশিম আমলা ও ফাফ দু প্লেসির ব্যাটে। ৩৯ রানের জুটিতে দলকে ৩ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান তারা।

৭২ বলে ৩২ রান করা আমলাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ভাঙ্গেন ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। তারা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৮ রানে। ৭০ বলে ৭ চারে ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দু প্লেসি।

৩৯ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার সুরঙ্গা লাকমল। ডি সিলভা ৩ উইকেট নেন ৩৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২২

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের ৬০/৩) ৩৭.৪ ওভারে ১৫৪ (থিরিমান্নে ২৯, রাজিথা ১, কুসল পেরেরা ২০, ডি সিলভা ১৯, ডিকভেলা ৪২, লাকমল ৭, বিশ্ব ০, এম্বুলদেনিয়া ০ আহত অনুপস্থিত;  স্টেইন ০/৩৯, রাবাদা ৪/৩৮, অলিভিয়ের ৩/৬১, মুল্ডার ১/৬, মহারাজ ১/৯)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৮ (মারক্রাম ১৮, এলগার ২, আমলা ৩২, বাভুমা ৬, দু প্লেসি ৫০, ডি কক ১, মুল্ডার ৫, মহারাজ ৬, রাবাদা ০, স্টেইন ০, অলিভিয়ের ৬; লাকমল ৪/৩৯, বিশ্ব ১/৩২, রাজিথা ২/২০, ডি সিলভা ৩/৩৬)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ১৯৭) ১৬ ওভারে ৬০/২ (করুনারত্নে ১৯, থিরিমান্নে ১০, ওশাদা ১৭*, মেন্ডিস ১০*; স্টেইন ০/২০, রাবাদা ১/১৮, অলিভিয়ের ১/১০, মুল্ডার ০/০, মহারাজ ০/৮)