বিশ্ব-রাজিথার দারুণ বোলিংয়ে আগ্রাসী ডি কক

গত টেস্টের অভাবনীয় জয়ে উজ্জীবিত শ্রীলঙ্কান বোলাররা কাঁপিয়ে দিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। দারুণ বোলিং করলেন দুই পেসার বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা। দলের বিপদে পাল্টা আক্রমণে দারুণ ইনিংস খেললেন কুইন্টন ডি কিক। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে দারুণ জমে উঠল লড়াই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 05:41 PM
Updated : 21 Feb 2019, 05:41 PM

টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে ২২২ রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা খুব ভালো করতে পারেনি তারাও। ৬০ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট।

উইকেটের ঘাসের ছোঁয়া ছিল। তবে খুব পেস সহায়ক নয়, বরং খানিকটা মন্থর। ব্যাটিংয়ের জন্যই বেশ ভালোই। শুরুর সময়টায় শুধু ছিল পেসারদের খানিকটা সহায়তা। দক্ষিণ আফ্রিকা টপ অর্ডার নিতে পারেনি সেই চ্যালেঞ্জ।

ওপেনার ডিন এলগারকে ৬ রানে বোল্ড করেন বিশ্ব ফার্নান্দো। পরের বলেই এই বাঁহাতি পেসার বোল্ড করে দেন অভিজ্ঞ হাশিম আমলাকে।

পরের ওভারেই আরেকটি ধাক্কা। এবার রান আউট টেম্বা বাভুমা। ১৫ রানেই ৩ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার।

চতুর্থ উইকেটে এইডেন মারক্রাম ও ফাফ দু প্লেসি গড়েছিলেন প্রতিরোধ। দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে ফিরিয়ে ৫৮ রানের সেই জুটি ভাঙেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। অনিয়মিত বোলার করুনারত্নে ২৫ রানে বোল্ড করে দেন দু প্লেসিকে।

পরের জুটিতে মারক্রাম ও ডি কক যোগ করেন ৫৭ রান। ৬০ রান করা মারক্রামকে বোল্ড করে দেন রাজিথা।

অভিষিক্ত অলরাউন্ডার ভিয়ান মুল্ডার পারেননি বড় কিছু করতে। লোয়ার অর্ডারদের নিয়ে দলকে টেনেছেন ডি কক।

ইনিংসের সর্বোচ্চ জুটি গড়ে ওঠে অষ্টম উইকেটে। কাগিসো রাবাদা দেন সঙ্গ, সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডি কক বাড়ান রান। গড়ে ওঠে ৫৯ রানের জুটি।

লঙ্কানদের মাথাব্যথা হয়ে ওঠা এই জুটি ভাঙেন ধনাঞ্জয়া ডি সিলভা, মূল বোলার না হয়েও জুটি ভাঙার যার জুড়ি নেই। দারুণ এক ডেলিভারিতে এই অফ স্পিনার বোল্ড করে দেন ডি কককে। ১২ চারে ৮৭ বলে ৮৬ করে ফেরেন ডি কক।

পরে রাবাদাকেও ফেরান ধনাঞ্জয়া। ৬ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার কাটিয়ে দিয়েছিল নির্বিঘ্নে। প্রোটিয়া পেসাররা ছোবল দেয় এরপরই। করুনারত্নেকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন রাবাদা। ডুয়ানে অলিভিয়ে ফেরান ওশাদা ফার্নান্দো ও কুসল মেন্ডিসকে। ওপেনার লাহিরু থিরিমান্নে টিকে আছেন লড়াই করে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬১.২ ওভারে ২২২ (এলগার ৬, মারক্রাম ৬০, আমলা ০, বাভুমা ০, দু প্লেসি ২৫, ডি কক ৮৬, মুল্ডার ৯, মহারাজ ০, রাবাদা ২২, স্টেইন ৩*, অলিভিয়ের ০; লাকমল ০/৩৩, বিশ্ব ফার্নান্দো ৩/৬২, রাজিথা ৩/৬৭, এম্বুলদেনিয়া ০/২৬, করুনারত্নে ১/১২, ধনাঞ্জয়া ২/১৫)।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০ ওভারে ৬০/৩ (করুনারত্নে ১৭, থিরিমান্নে ২৫*, ওশাদা ০, কুসল মেন্ডিস ১৬, রাজিথা ০*; স্টেইন ০/২০, রাবাদা ১/১৪, অলিভিয়ের ২/২৫)।