খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2019 01:28 AM BdST Updated: 21 Feb 2019 05:45 AM BdST
-
ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের অধিকারে। সেই দলই এবার গড়ল সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ২৩ ছক্কা মেরে এই কীর্তি গড়ায় দলকে সামনে থেকে পথ দেখালেন ক্রিস গেইল।
Related Stories
২০১৪ সালে কুইন্সটাউনে ২১ ওভারে নেমে আসা ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২২টি ছক্কা হাঁকিয়েছিল নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা। গত বছর সেই রেকর্ডের কাছাকাছি গিয়েছিল ইংল্যান্ড। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করার পথে ইংলিশরা মেরেছিল ২১ ছক্কা।
ওয়ানডেতে এক ইনিংসে তিনবার ১৯টি করে ছক্কা হাঁকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে, পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে আর গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
১২৯ বলে ১৩৫ রানের দারুণ ইনিংস খেলার পথে ১২ ছক্কা হাঁকান গেইল। জন ক্যাম্পবেল, শেই হোপ, শিমরন হেটমায়ার ও দেবেন্দ্র বিশুর ব্যাট থেকে আসে একটি করে ছক্কা। চারবার উড়িয়ে বল সীমানার বাইরে পাঠান ড্যারেন ব্রাভো। অ্যাশলি নার্স হাঁকান তিনটি ছক্কা, যার শেষটি আসে আদিল রশিদের করা ইনিংসের শেষ বলে।
সফরকারী বোলারদের মধ্যে ছক্কা হজম করেননি কেবল বেন স্টোকস। সবচেয়ে বেশি ৯টি ছক্কা আসে মইন আলির অফ স্পিনে। ৬টি ছক্কা হজম করেন রশিদ। তিন পেসার ক্রিস ওকস একটি, মার্ক উড তিনটি ও লিয়াম প্লানকেট চারটি ছক্কা হজম করেন।
বুধবার প্রথম ওয়ানডেতে টস জিতে খুনে ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৬০ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ