ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে এবার ‘শক্ত পদক্ষেপ’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019 07:54 PM BdST Updated: 18 Feb 2019 07:55 PM BdST
এই মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ ঘোষণা হলো। সেই সংবাদ সম্মেলনেই প্রশ্ন উঠল গত আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে কিনা সব ক্লাব। পারিশ্রমিক দেওয়া নিয়ে এই টানাপোড়েন প্রতি বছরের চিত্র। বিব্রতকর এই ঐতিহ্য বদলাতে এবার শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, দাবি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)।
সোমবার এই মৌসুমের প্লেয়ার্স ড্রাফট শেষে সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান জানান, পারিশ্রমিক নিয়ে ঝামেলা করলে সেই ক্লাবের পয়েন্ট কমিয়ে দেওয়া, প্রয়োজনে লিগ থেকে বহিষ্কারের এখতিয়ার রাখছে সিসিডিএম।
গত মৌসুমে পারিশ্রমিক পরিশোধ করা নিয়ে মূল অভিযোগ ছিল ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। মাত্র কদিন আগে ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিয়েছে ব্রাদার্স। কলাবাগানের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্লাবের বেশ কজন ক্রিকেটারের। তবে এদিন সিসিডিএম চেয়ারম্যান জানালেন, ড্রাফটের আগে কলাবাগানও শোধ করে দিয়েছে সব টাকা।
এমন পরিস্থিতির উদ্ভব যাতে আর না হয়, সেজন্যই নতুন ব্যবস্থার কথা জানালেন সিসিডিএম চেয়ারম্যান।
“সিসিডিএম খুব শক্ত পদক্ষেপ নেবে এবার থেকে। এবার আমরা পয়েন্ট কমানো বা বহিষ্কারের এখতিয়ার রাখব। যদি কোনো ক্লাব পেমেন্ট নিয়ে কোনো সমস্যা করে, তাহলে সিসিডিএমের এখন এখতিয়ার থাকবে সেই ক্লাবকে পয়েন্ট জরিমানা করা বা প্রয়োজনে বহিষ্কার করা।”
“আমরা নিশ্চিত করতে চাই, একটি-দুটি ক্লাবের জন্য অন্য ক্লাবগুলি, যারা পারিশ্রমিক ঠিকমতো দেয়, তাদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়।”
আগামী ৮ মার্চ থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগামী সোমবার শুরু হবে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি।
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’