স্টেইনের দাপটে দ. আফ্রিকার লিড

আগের দিন শেষ বেলায় দৃঢ়তা দেখানো শ্রীলঙ্কাকে দ্বিতীয় দিন প্রথম সেশনে কাঁপিয়ে দিলেন ডেল স্টেইন। কুসল পেরেরার প্রতিরোধ ভেঙে ডারবান টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে এনে দিলেন ৪৪ রানের মূল্যবান লিড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 04:16 PM
Updated : 14 Feb 2019, 05:03 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২৬ রান। ফাফ দু প্লেসি ২৫ ও কুইন্টন ডি কক ১৫ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী শুরু করেন এইডেন মারক্রাম, অন্য প্রান্তে ডিন এলগার ছিলেন সাবধানী। তাদের ব্যাটে ধীরে ধীরে বাড়তে থাকে লিড। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মারক্রামকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন কাসুন রাজিথা। হাশিম আমলাকে দ্রুত ফেরান বিশ্ব ফার্নান্দো। 

টেম্বা বাভুমাকে ফেরান লাসিথ এম্বুলদেনিয়া। বাঁহাতি এই স্পিনার পরে ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন এলগারকে। ৭০ বলে খেলা তার ৩৫ রানের ইনিংস গড়া পাঁচটি চারে। দিনের বাকি সময় ডি কককে নিয়ে কাটিয়ে দেন দু প্লেসি। দিন শেষে ১৭০ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

কিংসমেডে বৃহস্পতিবার বিনা উইকেটে ৪৯ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই হারিয়ে ফেলে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে। স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন অভিষিক্ত ওশাদা ফার্নান্দো। অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান তিনি। রিভিউ নিলে বেঁচে যেতেন, বল ট্র্যাকিংয় দেখা যায় লেগ স্টাম্প মিস করতো বল। খানিক পর ভার্নন ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ হয়ে যান করুনারত্নে।

বেশিক্ষণ টিকেননি কুসল মেন্ডিস, নিরোশান ডিকভেলা। কাগিসো রাবাদার ফাঁদে পা দিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার বিদায়ে ভাঙে কুসল পেরেরার সঙ্গে তার সম্ভাবনাময় ৪৩ রানের জুটি।

পঞ্চশ ছোঁয়ার পরপরই কুসল পেরেরাকে ফিরিয়ে দেন স্টেইন। বাহাঁতি মিডল অর্ডার ব্যাটসম্যানের ৬৩ বলে খেলা ৫১ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। তার বিদায়ের পর দলকে দুইশ রানের কাছে নিয়ে যান এম্বুলদেনিয়া ও রাজিথা।

৪৮ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার স্টেইন। দুটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও কেশব মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৩৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষৈ ৪৯/১) ৫৯.২ ওভারে ১৯১ (করুনারত্নে ৩০, ওশাদা ১৯, মেন্ডিস ১২, কুসল পেরেরা ৫১, ডিকভেলা ৮, ডি সিলভা ২৩, লাকমল ৪, এম্বুলদেনিয়া ২৪, রাজিথা ১২, বিশ্ব ১*; স্টেইন ৪/৪৮, ফিল্যান্ডার ২/৩২, রাবাদা ২/৪৮, অলিভিয়ের ১/৩৬, মহারাজ ০/১৬, এলগার ০/৫)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৭ ওভারে ১২৬/৪ (এলগার ৩৫, মারক্রাম ২৮, আমলা ১৬, বাভুমা ৩, দু প্লেসি ২৫*, ডি কক ১৫*; লাকমল ০/২৫, বিশ্ব ১/৩২, রাজিথা ১/৩১, এম্বুলদেনিয়া ২/৩৬)