ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, নিউ জিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ সময় দরকার তাদের। তবে দেরিতে আসাকে হারের কারণ হিসেবে দেখাতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। তিনি দুষলেন শুরুর বাজে ব্যাটিংকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 09:38 AM
Updated : 13 Feb 2019, 11:33 AM

নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে নয় ওভারের মধ্যে ৪২ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে বাংলাদেশ। ২২ বলে ৩০ রান করা সৌম্য সরকার ছাড়া বাকি তিন ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

শেষ পর্যন্ত ২৩২ রানে অলআউট হওয়া সফরকারীরা মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে হারে ৮ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি জানান, এদিন প্রত্যাশিত বোলিংও করতে পারেননি তারা। তবে হারের মূল দায় ব্যাটিংয়ে।

“ব্যাটিং আজকে ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি। আমরা একটু দেরিতেই এসেছি নিউ জিল্যান্ডে। এখানে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।”

“ক্রাইস্টচার্চে জিতে সমতা ফেরাতে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। শুরুতে আমরা এতো উইকেট হারিয়ে ফেলতে পারি না। বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আজকে আমরা খুব একটা ভালো বোলিংও করতে পারিনি।”

আগামী শনিবার সিরিজে হার এড়ানোর লড়াইয়ে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।