বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড দলে গাপটিল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের নিউ জিল্যান্ড দলে ফিরেছেন মার্টিন গাপটিল। তবে মাঠে নামতে হলে প্রথম ওয়ানডের আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে এই ওপেনারকে। চোটের কারণে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর ছিটকে গিয়েছিলেন গাপটিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 10:04 AM
Updated : 9 Feb 2019, 10:04 AM

সিরিজের প্রথম দুই ম্যাচে দলে থাকলেও তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে থাকবেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সেদিন নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

উইলিয়ামসনের বদলে তৃতীয় ম্যাচে দলে আসবেন কলিন মানরো। আগামী বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবি জানাতে বলতে গেলে এই একটি ম্যাচই পাচ্ছেন মানরো।

লেগ স্পিনার ইশ সোধির জায়গায় নির্বাচকেরা বেছে নিয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার টড অ্যাস্টল। পেসার ডগ ব্রেসওয়েলের বদলে নির্বাচকদের পছন্দ অলরাউন্ডার জিমি নিশাম।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে কিউইদের শক্তিশালী পেস আক্রমণ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি, সিরিজের জন্য পূর্ণ শক্তির বোলিং আক্রমণই পাচ্ছে নিউ জিল্যান্ড।

তিন ম্যাচের সিরিজ শুরু হবে বুধবার নেপিয়ারে। 

নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় ম্যাচ), টড অ্যাস্টল, ট্রেন্ট অ্যাস্টল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো (তৃতীয় ম্যাচ), জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার, টিম সাউদি।