ইংল্যান্ডের দারুণ শুরুর পর বাংলাদেশের ফেরা

শতরান ছাড়ানো উদ্বোধনী জুটি। এক জুটিতেই পার দিনের প্রায় অর্ধেক। সূচনাটা দারুণ করেছিল ইংলিশ যুবারা। তবে রুহেল আহমেদের সৌজন্যে দিনের পরের ভাগে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ যুব দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 03:19 PM
Updated : 7 Feb 2019, 03:19 PM

যুব টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮ উইকেটে ২৬১ রান তুলেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলেছিল ইংলিশরা। পরে বাংলাদেশের রুহেল নিয়েছেন ৪ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের দুর্দান্ত শুরু এনে দেন জর্জ বল্ডারসন ও বেন চার্লসওয়ার্থ। প্রথম সেশন তো বটেই, এই দুজন নির্বিঘ্নে কাটিয়ে দেন পরের সেশনের অনেকটাও।

শেষ পর্যন্ত ৪৩ ওভারে গিয়ে ভাঙে এই জুটি। ৬৫ রান করা বল্ডারসনকে ফিরতি ক্যাচে ফেরান রুহেল।

এরপর উইকেট এসেছে নিয়মিত বিরতিতে। তবে এক পাশ আগলে ছিলেন চার্লসওয়ার্থ। পঞ্চম উইকেটে জর্জ হিলের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি।

চার্লসওয়ার্থ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু গ্লস্টারশায়ারের হয়ে এর মধ্যেই ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ওপেনারকে হতাশ করেন রুহেল। তাকে ফিরিয়ে দেন ৯৯ রানে।

ইংল্যান্ড এরপর দ্রুত হারায় আরও তিন উইকেট। দিনের শুরু ভালো না হলেও বাংলাদেশ শেষটা করে স্বস্তিতে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬১/৮ (বল্ডারসন ৬৫, চার্লসওয়ার্থ ৯৯, গোল্ডসওয়ার্থি ৪, ল্যামনবাই ৭, স্মিথ ১৪, হিল ২৬, মোজলি ৭*, হলম্যান ০, কাদরি ১০, ফিঞ্চ ৪*; রুহেল ৪/৬১, গালিব ২/৬৮, হৃদয় ০/২৯, রাকিবুল ০/৩৪, শামিম ০/১৬, মিনহাজুর ২/২৮, শাহাদাত ০/৭)।