‘শুভর মতো ক্রিকেটার ভালো করলে ভালো লাগে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019 12:18 AM BdST Updated: 05 Feb 2019 12:18 AM BdST
বিপিএলের নিলামে এবার কারও আগ্রহ ছিল না শামসুর রহমানের প্রতি। একসময়ের সফল ব্যাটসম্যান ছিলেন দলবিহীন। পরে তামিম ইকবালের চাওয়ায় তাকে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শামসুর প্রতিদান দিচ্ছেন দারুণ ভাবে। প্রথম কোয়ালিফায়ারে দলের জয়ে রাখলেন বড় অবদান। অভিজ্ঞ ব্যাটসম্যানের ধারাবাহিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত দলের অধিনায়ক ইমরুল কায়েস।
খুব বড় ইনিংস এখনও খেলতে পারেননি শামসুর। অনেক ক্ষেত্রে ছিল না বড় ইনিংসের সুযোগ। তবে পরিস্থিতির দাবি মিটিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। খেলেছেন গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস। পাঁচটি ম্যাচে দলের জয়ে তার ছিল বড় অবদান। সব মিলিয়ে ২১০ রান করেছেন ৩৫ গড় ও ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে। এই গড় ও স্ট্রাইক রেট তার ক্যারিয়ার গড় ও স্ট্রাইক রেটের চেয়ে ঢের বেশি।
শামসুরের ব্যাটিং পজিশনও স্থির নয়, একেক ম্যাচে তাকে একেক জায়গায় কাজে লাগিয়েছে কুমিল্লা। সব চ্যালেঞ্জেই মানিয়ে নিয়ে যেভাবে খেলছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য টি-টোয়েন্টিতে তা বেশ বিরল। সোমবার রংপুর রাইডার্সকে হারিয়ে কুমিল্লার ফাইনালে ওঠার জয়েও শেষের চাপ সামলে ১৫ বলে অপরাজিত ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
সব মিলিয়ে তার পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক। ২০১৩ বিপিএলে শামসুর ৪২১ রান করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটেও আছে ভালো ইনিংস। ইমরুল মনে করিয়ে দিলেন সবকিছুই।
“শুভর (শামসুর) ব্যাটিং আমাদের জন্য খুবই দরকারি এবার, খুবই কার্যকর হচ্ছে। ওকে আমরা পরিস্থিতি অনুযায়ী শাফল করাচ্ছি, একদিন তিনে, আরেকদিন চারে, কখনও আরও পরে। সে জাতীয় দলে খেলেছে। তার কোয়ালিটি ওরকমই আছে। বিপিএলে আগেও অনেক রান করেছে।”
“কোয়ালিটি আছে বলেই রান করতে পারছে। আমার বিশ্বাস ফাইনালেও সে ভালো করবে। শুভর মতো ক্রিকেটার ভালো করলে ভালো লাগে। কারণ তারা কোয়ালিটি ক্রিকেটার।”
-
বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
-
হেডিংলিতে কিপিং করে ভারত টেস্টের দলে বিলিংস
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
‘সিক্সটি’-তে মনোযোগ দিতে সিপিএলে খেলবেন না গেইল
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’