জোড়া ডাবল সেঞ্চুরিতে পেরেরার বিরল কীর্তি

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটে যেন চলছে ডাবল সেঞ্চুরির উৎসব। এরই মধ্যে হয়ে গেছে ১৪টি ডাবল সেঞ্চুরি। তবে একই ম্যাচে দুবার ডাবল সেঞ্চুরি স্পর্শ করে অ্যাঞ্জেলো পেরেরা ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন এই কীর্তি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 10:01 AM
Updated : 4 Feb 2019, 10:01 AM

সেই ১৯৩৮ সালে কেন্টের ব্যাটসম্যান আর্থার ফ্যাগ কোলস্টারের বিপক্ষে করেছিলেন ২৪৪ ও অপরাজিত ২০২ রান। ৮১ বছর পর তার পাশে বসলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার পেরেরা।

সুপার এইটের ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিপক্ষে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম ইনিংসে ২০৩ বলে ২০১ রান করেন অধিনায়ক পেরেরা। ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ২৬৮ বলে করেন ২৩১। পি সারা ওভালের ব্যাটিং স্বর্গে চার দিনের ম্যাচ হয় ড্র।  

প্রথম শ্রেণির ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে পেরেরার। টানা তিন ইনিংসে পেলেন সেঞ্চুরি।