বাংলাদেশের বিপক্ষে ফেরার লড়াইয়ে গাপটিল

চোটের জন্য ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে খেলতে না পারা মার্টিন গাপটিল ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড আশাবাদী, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে পাওয়া যাবে এই ওপেনারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 09:51 AM
Updated : 4 Feb 2019, 09:51 AM

ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান গাপটিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে উঠতে নিজের বাড়ি অকল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে হবে প্রথম ওয়ানডে। স্টিডের আশা সেই ম্যাচের আগে সেরে উঠবেন গাপটিল।

“দুর্ভাগ্যজনকভাবে মার্টিন (ভারতের বিপক্ষে) টি-টোয়েন্টি সিরিজের জন্য যথাসময়ে সেরে উঠতে পারেনি। আমরা পাঁচ দিনের মধ্যে খেলব তিনটি ম্যাচ। ...অবশ্যই আমাদের সাদা বলের দলে সে গুরুত্বপূর্ণ অংশ।”      

গাপটিলের জায়গায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম। কলিন মানরোর সঙ্গে ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছিলেন হেনরি নিকোলস। টি-টোয়েন্টি দলে তিনি না থাকায় কেন উইলিয়ামসন কিংবা টিম সাইফার্টের একজনকে ওপেনিংয়ে নামতে হবে।